ভালোবাসায় ধাক্কা খেতে খেতে
শেষ পর্যন্ত এসে পৌঁছেছি ভালোবাসার দোকানে,
তবে কিনতে নয় বেচতে।
আজ আমি শরীরের ফেরিওয়ালা।
তোমায় নিয়ে দেখে ছিলাম
এক আকাশ নীল স্বপ্ন।
তোমায় ঢেকে দিতে চেয়েছিলাম,
অজস্র গোলাপের ভালোবাসায়।
তোমায় নিয়ে গড়ে ছিলাম,
কাল্পনিক নিখাদ সোনার সংসার।
আর তুমি ভালোবেসেছো আমার
গোলাপি ঠোঁট দুটোকে।
তুমি ভালোবেসেছো আমার
মনের ওপরের নগ্ন শরীরটাকে।
যে হাত ধরে বাঁচতে চেয়েছি,
সেই হাতের নোখের আঘাতে
ক্ষতবিক্ষত ভালোবাসা,মন আজ মৃত।
তাই আজ আমি শরীরের ফেরিওয়ালা।
শরীর নেবেন নাকি?শরীর,
নরম নরম,গরম গরম নগ্ন শরীর।
ঘটনাটা অশ্লীল, যার জন্য ঘটেছে তার মনভাব অশ্লীল, ঘটনার ফলাফল টাও অশ্লীল।