তোমাকে বিশ্বাস করা বড়ই কঠিন কাজ ,
তোমাকে নিয়ে বেঁচে থাকা বড়ই র্দীঘশ্বাস ।
তোমাকে বিশ্বাস করা আজাজীলের মতো ,
তোমাকে বিশ্বাস করে হ্নদয়ে ক্ষত ।
তোমার মাঝে আছে শুধু ছলনা ,
তোমাকে বিশ্বাস করে পেয়েছি যাতনা ।
তোমার ঐ কাজল কালো আঁখি ,
অশ্রু ঝরে রাশি রাশি ।
দেখলে মনে হবে নিষ্পাপ ,,
পরনিন্দা পরহিংসা হ্নদয়ে ভরা ,
তোমার আচরনে হয়ে যাই দিশে হারা !
নিজের দোষ অন্যের ঘাড়ে ছাপিয়ে কি মজা পাও ,
অন্যের মান সম্মান কেন লুটে নাও ।
এ ভাল না ওভালো না -
কে ভালো তোমার কাছে ?
অন্যকে অসম্মান করতে গেলে ,
নিজের সম্মানে আঘাত লাগে ।
অন্যের দোষ খুজে যে জন ,
র্ধমের আদালতে দোষী সেই জন ।
যতই ভাবো নিজেকে সাধু যতই ধরো রুপ ,
অন্যকে অসম্মান করে পাবে না তো সুখ ।
নিজেকে চালাক ভাবা এখন বড়ই দায় ,
বিজ্ঞানের যাতা কলে জ্বলে পুড়ে ছাই ।
তোমাকে বিশ্বাস করা বড়ই কঠিন কাজ ,
তোমাকে নিয়ে বেঁচে থাকা বড়ই দীঘশ্বাস ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
তোমার মাঝে আছে শুধু ছলনা ,
তোমাকে বিশ্বাস করে পেয়েছি যাতনা ।
তোমার ঐ কাজল কালো আঁখি ,
অশ্রু ঝরে রাশি রাশি । খুব সুন্দর লেখা। তবে ছলনা তো সে করেছে আপনার সাথে, তাহলে কাঁদবেন তো আপনি। অথচ আপনি বলেছেন তাঁর কাজল কালো চোখে অশ্রু ঝড়ে রাশি রাশি। যদিও আমি কবিতা বুঝি না ভাই। হা হা হা। ভালো লাগা, ভোট এবং শুভ কামনা রইল।।
আপনাকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ ! আমি বলতে চেয়েছি কারো অল্প চোখের পানিতে আমাদের মন যে ভাবে গলে যায় ! আমরা সহজে তার এই চোখের পানিকে বিশ্বাস করে নিই ! এমন তো হতে পারে তার এই চোখের পানি লোক দেখানোর জন্য অভিনয় !
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
পৃথিবীতে মানুষকে বিশ্বাস করা বড়ই কঠিন ।
আমরা যাদেরকে বিশ্বাস করি ভালোবাসি -
যখন তারা আমাদের সেই বিশ্বাসের মর্যাদা দিতে জানে না । আমাদের অপমান করার চেষ্টা করে , তখন তার প্রতি অভিমান তো আসবে । এই কবিতায় তারি বহিপ্রকাশ তুলে ধরা হয়েছে ।
২৫ নভেম্বর - ২০১৯
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।