আমি বাঁচতে চাই

একটি কালো রাত (মার্চ ২০২১)

Omor Faruk
  • 0
  • ৬৯
জুলুম নির্যাতনের হাত থেকে ।
আমাকে শ্বাস রুদ্ধ করে -
রক্তচক্ষুরা !
আমার বাক স্বাধীনতা কেড়ে নেয় -
মাথায় ঢেকে -
বন্ধুকের গুলি !

কুসংষ্কৃতির সাথে -
আমাকে আপোস করতে হয় ।
সত্য কথা বলতে গেলে -
বিভিন্ন অপবাদ ঘাড়ে চাপে ।
চোখের সামনে ধর্ষকের উল্লাস ।
বিচারের নামে প্রহসন ।
মানবতার সাথে -
তামাশা !

আমি বাঁচতে চাই !
রক্ষক নামে -
ভক্ষকদের হাত থেকে ।
সাম্রাজ্যবাদির চোবল থেকে ।
নমরুদ ফেরাউন কারুনের বংশ ধর হতে !

আমি মুক্তি চাই !
স্বৈরচার শাসকদের কবল থেকে ।
আমি মৃত্যুর ভয়ে শংকিত ।
কে কখন আমার ওপর ঝাপিয়ে পড়ে ।

আমাকে মিথ্যার সাথে -
সন্ধী করতে হয় ।
আমার চার পাশে শত্রু ঘেরা !
চোর বাটপারদের কাছ থেকে -
শিখতে হয় নৈতিকতা !

দূরনীতি অনিয়ম ধর্ষণ লুটরাজ ,
প্রতি নিয়ত ঘটছে চোখের সামনে !
আমি তাকিয়ে থাকি -
প্রতিবন্ধীর ন্যায় ।

নিজের মনুষ্যত্বকে বির্সজন দিতে হয় -
সমাজের প্রভাবশালী ব্যাক্তির হাতে ।
সত্য কথা বলতে গেলে -
কারা বরণ করতে হয় ।
আমি এখন নীতি হারা পথিক -
আমার চার পাশে অশ্লীলতা ভর্তি ।

আমি এখন আমার কথা ভাবি না ।
আমার শুধু একটা ভয় -
আমার সন্তানেরা নতুন প্রজন্মরা যেন -
আমার মতো না হয় !
পরাধীনতার শিকলে-
নিজেকে না বাধে !

স্বাধীন এই বাংলাদেশ -
ত্রিশ কোটি বাঙ্গালী মায়ের দামাল ছেলের ।
যাদের রক্তে ভেজা যার জন্ম ।
যে আশা নিয়ে -
হানাদার বাহিনীর সাথে সংগ্রাম করতে হয়েছে ।
ভোরের যে সোনালী সকাল দেখে ছিল -
মুক্তি বাহিনীরা !

সেই স্বাধীনতা কামী মানুষ গুলো আজ -
গৃহবন্ধী !
যাদের হুংকারে কেঁপে উঠতো রাজপথ -
তারা আজ বাকপ্রতিবন্ধী ।
আজ মতের বাইরে গেলে -
গুম খুন হতে হয় ।

মাকড়সার ন্যায় জাল বিস্তার করে রেখেছে -
সুবিধা ভোগীরা !
এই ভাবে থাকতে হবে -
আমরা আমাদের সন্তানদের অনিশ্চতার অন্ধকার -
জীবনের দিকে ঠেলে দিতে পারি না !

আমাদের লড়তে হবে -
জালিমদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদির বিরুদ্ধে !
নিজের অধিকার নিজেকে -
আদায় করে নিতে হবে ।
গুম খুন জুলুম নির্যাতন এই গুলো তো -
আমাদের পূর্ব পুরুষদের কাছ থেকে পাওয়া !

যদি আমার প্রাণের বিনিময়ে -
এই শান্তি প্রিয়মাতৃ ভূমি পূর্ণ স্বাধীনতা পায় ।
তাহলে এই চির সবুজ বাংলা আমার -
শতবার যেন জন্ম হয় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কেতকী সুন্দর প্রকাশ। ‌ভোট রই‌লো।
ইব্রাহিম ইসলাম ইমন বাহ সুন্দর কবি । মন ভরে গেল শেষের চরণ পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার পাতায় আমণ্ত্রণ রইল। ও ভোট রইল।
আপনার পাতার লিংক দেন
ফয়জুল মহী খুব ভালো লাগলো কবিতাটি
উৎসাহিত হলাম
Dipok Kumar Bhadra ভাল লিখেছেন।
ধন্যবাদ আপনার লেখা গুলো অনেক সুন্দর

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতায় মুক্তি বাহিনীরা যে আশা নিয়ে , মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিল । অনেক রক্ত ক্ষয়ী সংগ্রামের মাধ্যমে , পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা লাভ করে । কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর ও স্বৈরচার সরকার , স্বাধীনতা কামী মানুষের ওপর অত্যাচারের স্টিম রুলার চালাতে থাকে । হানাদার সরকারের ন্যায় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় । এই কবিতায় বাংলাদেশের অতীত ও বর্তমান তুলে ধরা হয়েছে ।

২৫ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪