হয় তো আমি পাগল

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০২০)

Omor Faruk
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৫.৩৩
  • ১৩২
পড়া লেখা মন বসে না -
ভালো লাগে না কিছু ,
প্রকৃতির রহস্যে ছুঁটছি পিঁছু পিঁছু ।

মোটা মোটা বই গুলো ভীষণ ভারী ,
তাহার ভিতর আজগুবি কিচ্ছা কাহিনী ।
বাংলায় আমায় পড়তে দিলে -
বড্ড হাসি ধরে ।
অংক আমায় করতে দিলে ,
মাথা ঝিম ঝিম করে ।
ইংরেজী পড়তে দিলে -
মুখ থুবড়ে পড়ি ।
কি হবে গরু রচনা ছাগল রচনা পড়ি ।

বিজ্ঞান ছাড়া বিশ্ব ভূবণ - সব কিছু মিছে ।
প্রযুক্তি ধাপিয়ে বেড়ায় আলোর গতিতে -
আমরা কেবল পড়ে থাকি সংসারের মায়া জালে ।

পড়া লেখা মন বসে না -
ভালো লাগে না কিছু ।
প্রকৃতির রহস্যে ছুটছি পিঁছু পিঁছু ।

আকাশ কেন নীল কি বা তার কারন ?
মেঘ কেন ভেসে বেড়ায় কি বা এর কারন ?
হঠাৎ রৌদ হঠাৎ বৃষ্টি শুনে না ভারন ।
বৃষ্টি এলে বর্জ্য কেন বিকট শব্দ করে ।
অন্ধকারে আলোর ঝলক -
ভীষণ ভীতু করে ।
আকাশ থেকে এতো পানি কোথায় থেকে আসে ।
পড়ার সময় বৃষ্টি কেন শো শো শব্দ করে ?

আকাশে কত তাঁরা ,
কোথায় তাদের ঘর ?
রাতে দেখি ।
দিনে কেন পর ।
দিন কেন বাড়ে কমে ,
রাত কেমনে আসে ?
বৃষ্টি হীন শিশির কণা -
সূর্য্য মামা হাসে ।

কেমন করে পাখি উড়ে আকাশের বুক চিরে ?
স্বপ্নের মাঝে উড়ে বেড়ায় দেশ দেশান্তরে ।
মানুষ কেন কাঁদে হাসে -
কোথায় জমা রাখে এই সব স্মৃতি ?
অন্তরে লুকিয়ে রাখা ডাটাবেজ -
নাকি মস্তিষকের কেরামতি ?

সাগর কেন উতাল পাতাল ?
ঝড় কেমনে ওঠে ?
পানি কেন মিঠা লোনা -
জোয়ার কেন আসে ।
এই সব চিন্তা ভাবনা মাথা মোর ঘুরে ।

বায়ুর ভিতর কি আছে ?
কেন ধরে ভিন্ন ভিন্ন রুপ ?
এই সব কথা বলতে গেলে -
আমায় বলে চুপ ।

সূর্য্য কেন এতো দূরে -
আলো আসে কোথায় থেকে ?
হাত দিয়ে ধরতে গেলে ,
লুকোচুরি করে ।

চাঁদের আলো কেন শীতল কেন হয় জীন্ন শিন্ন ?
পাড়ার লোকের কাছে আমি অনেক ভিন্ন ।
মানুষের কাছে মানুষের কেন শিখতে হয় লেখা পড়া -
পশু পাখির শিক্ষক কারা ?

কঠিন তরল বায়বীয় -
কোন পদার্থ জগৎ শ্রেষ্ঠ -
কোথায় তাদের গুন
প্রতি হিংসা কেন করে খুন ?
কোথায় তাদের ভর শক্তি ?
কোথায় অণু পরমাণু -
তাদের খুজিতে খুজিতে আমি নত জানু ।

পৃথিবীতে কত জীব কিভাবে তারা চলে ?
তারা ও কি আমাদের মতো বংশ বিস্তার করে ?
কোথায় তাদের খাদ্য শস্য কোথায় হাট বাজার ?
তারা ও কি সমাজ বদ্ধ জ্ঞানের দাবি ধার ?

বই পত্র খাতা কলম এনালগ যুগের দিনটি হবে শেষ ।
প্রযুক্তিতে গড়বো -
সোনার বাংলাদেশ ।
সাঝ সকালে খবরের কাগজ নিতে হবে না হাতে ।
বিজ্ঞানের কল্যাণে শত শত খবর ওয়েব সাইটে ।

হাট বাজারে কেনাকাটায় -
করতে হবে না পেরেসানি ।
ইকমার্স ব্যবসা মুছে দিবে গ্লানি ।
এইচ টি এম এল , জাবা স্কিপ্ট . পি এইচ পি - পাইথন -
নিবো আমি শিখে ।
বই পত্র নিত্য প্রয়োজনীয় সব কিছু থাকবে -
মোবাইল অ্যাপে ।
বিশ্ব ভূবণ রাখবো আমি নিজের হাতের মুঠে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jamal Uddin Ahmed অভিনন্দন।
Dipok Kumar Bhadra যারা যারা আমার লেখনিতে লাইক দিয়ছেন বা মন্তব্য করেছেন এবং ভোট দিয়াছেন,তাদের কে আমার প্রানের অন্তস্থল থেকে ধন্যবাদ
Dipok Kumar Bhadra অভিনন্দন রইল। এতো বড় কবিতা আমি দেখিনি এর আগে।খুব ভাল।
Omor Faruk যারা আমাকে ভোট ও সমর্থন দিয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ ।সেই সাথে গল্প কবিতার কৃর্তপক্ষ প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতেছি
ফয়জুল মহী বাহ , বেশ মোহনীয় পরিবেশন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতা বিজ্ঞানীদের বিভিন্ন চিন্তা ভাবনা তুলে ধরা হয়েছে । বিজ্ঞানীরা যখন মানুষ কে কোন কিছু বোঝানোর চেষ্টা করেছে , তখন অনেকে তাদের কে পাগল বলেে উপহাস করেছে । এক সময় বিজ্ঞানীরা তাদের চিন্তা ভাবনা কে, মানুষের সামনে সত্য বলে প্রমান করেছে ।

২৫ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২৭ টি

সমন্বিত স্কোর

৫.৩৩

বিচারক স্কোরঃ ২.৩৩ / ৭.০ পাঠক স্কোরঃ ৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪