কষ্টের কারাগার

কষ্ট (জুন ২০২০)

Omor Faruk
  • ২৬

কষ্টের কারাগারে সাজা পেয়েছি,
বহু শতাব্দী আগে ।
অবহেলা করে ঠেলে দিলে দূরে ,
বিরহের ব্যাথা ধীরে ধীরে জ্বলে ।
সুখ পাখিটি চলে গেছে বহু দূরে ,
কষ্ট গুলো রয়েছে হ্নদয়ের চারি পাশে –
কোন কিছুতেই সেখান থেকে মুক্তি পাইনা ।
বিনাদোষে অপরাধী হয়েছি বহু বার,
তবুও কি করুনা হয়নি তোমার ।
হবে বা কেন?
তোমার গৃহ অট্টলিকা-
আমার গৃহ খড-কুটায় ।
প্রণয়ে এসেছিলে প্রদীপ জ্বেলে,
যাওযার বেলায় আষাঢ়ের মেঘ জমালে ।
চোখের অশ্রুতে ফসল ফলানোর চেষ্টা করেছি বহুবার,
হ্নদয়ের আগাছা কিছুতেই দেয়নি ।
নির্শতে তোমার দেয়া অপবাধ মেনে নিয়েছি,
তবুও কি করুনা হয়নি তোমার ।
আমি তো চাষী নয়,
তোমার হ্নদয়ে প্রেমের বীজ রোপন করবো।
আমি মালি নয় সেই বাগানের পরিচর্যা করবো
তোমার হ্নদয়ের একখন্ড জমি –
আমাকে দাওনি !
আমার কি যোগ্যতা আছে ,
সেই জমিনের মালিক বলে দাবি করার ।
যে দিন তুমি সরি বলে চলে গেলে
সেই দিনও ভাবছি –
হয়তো একদিন ফিরে আসবে !
সেই আশা ভেঙ্গে দিয়ে ,
হঠ্যাৎ বিবাহের নিমন্ত্রণ পাঠালে !
বুকে চিন চিন করা ব্যাথা নিয়ে ছুটে গিয়েছি  ,
চোখের অশ্র গুলো শুকিয়ে চৈত্রের মরুভূমি ।
অবাক দৃষ্টিতে তোমার আচরণ ভূঙ্গিমা দেখেছি ,
আর ভাবছি মানুষ বুঝি এমনি হয় ।
হাসি মুখে যখন কবুল বলে সম্মতি জানালে !
হ্নদয়ের আয়নাটা ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে
চরণের মৃত্তিকা গুলো প্রচন্ড ভাবেকাঁ পছে,
মাথাটা ভীষণ ভাবে ঝিমঝিম করছে ।
এর পর কি হলো কিছুই মনে নেই ।
হূশ ফিরে দেখি কোন এক হাসপাতালে ভর্তি


আজ তুমি চলে গেলে দূর থেকে দুরে,
জানি আর কখনো ফিরবেনা এই হ্নদয়ে ।
যদি কখনো কোথায় দেখা হয়,
না দেখার ভান করে–
অতি প্রয়োজনে তুমি থেকে আপনি ।
অতিতের স্মৃতি গুলো আজও মনে পড়ে,
ঘুমের রাজ্যে ভয় থেকে ভয়ানক হয়ে ।
চোখ মেললে দেখি সবিই কাল্পনীক ।
তুমি আমাকে যে সাজা দিয়েছো ,
জানিনা সেই সাজার মেয়াদ শেষ হবে কবে।
তোমার দেওয়া কষ্টের কারাগারে ,
আজ ও সেই সাজা ভোগ করতেছি ।


 

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Neerob "আজও সেই সাজা ভোগ করতেছি", দারুণ
ফয়জুল মহী অনিন্দ্য সুন্দর লেখনী ।

২৫ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫