তুমিই দীর্ঘ অ বিহীন সুখ!

বাংলাদেশ (ডিসেম্বর ২০১৯)

ফাতিমা আফরোজ সোহেলী
  • ৬১
সুপ্রিয় সুধাকর আমার,
সব চাই; যা আছে তোমার।
'স্রোতস্বীনি নদী চাই, গাং চাই,
ভাঁটার পর যৌবনবতী জোয়ার চাই।
চাই কুয়াশা ভেদ করে পাহাড়ের স্তব্ধতা,
মহাসাগরের জলধারার উদ্দাম বিশালতা
আদিগন্ত সবুজে অসীমে মহামিলন;
এযে মরিচিকা, সেও মানতে চায়না মন!
গ্রামের মেঠো পথে বাউলের গান,
সাথে একতারা দোতারার টূং টাং
আমার বাংলায় এযে না হলেই নয়!
সাথে “বউ কথা কও, বউ কথা কও” কয়
যে পাখি তার একটানা বেহায়াপনা সুর
শুনে, চকিৎ রাঙা নহলির
সদ্য কাজল টানা আঁখি ;
তোমার ক্যানভাসে তাও যত্ন করে রাখি!
এদিকে যখন ভাটির জোর টান
ওদিনে তখন ভরা জোয়ারের বান
তুমুল ঝড়েও মাঝির কন্ঠে ফেরে সারি
বহুদিন প্রিয়াহীন সারেঙও ফেরে বাড়ি।
এর সব কিছুই আমার চাই,
বুঝলে খুব খুব করে চাই!

ঐযে শরতের আকাশের পেঁজা তুলোর ছুটোছুটি
যেন ডানপিটে কিশোরের সকাল দুপুর খুনসুটি
নীচে সচিত্র মেঘছায়া কাশবন
ফেলে আসা বর্ষার স্মৃতি রোমন্থন
নিয়ে, নবান্নের আহ্বান আর পাতা ঝরানোর গান
শেষে, লীলাময়ী ফুলের ফাগুন সবই প্রয়োজন।
সারারাত ভেসে জলে, যে ফেরে ভোরের আলোয়
সেই জ্বেলে, কিংবা মাধুকরী যার গল্প না ফুরোয়,
জল নেমে গেলে আগাছা পোড়ানো সে ধোয়ার ঘ্রাণ
আর কিষাণের নিপুণ হাতে বোনা সরষের প্রাণ,
ভাঙ্গনে সর্বহারার মনে জীবনের হাতছানি
শহরমুখি মানুষের কর্মক্লান্ত মুখখানি।
এরসবই আমার চিরআপন আকাঙ্ক্ষার
শহর নগর গ্রাম কিছুই নয় ফেলে দেবার।
প্রিয়তম, বাংলাদেশ আমার,
তুমিই আমার প্রিয়তমেষুর দেখা অদেখা মুখ
দৃশ্যে অদৃশ্যে তুমিই দীর্ঘ অ বিহীন সুখ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফাতিমা আফরোজ সোহেলী অসংখ্য ধন্যবাদ, যারা আমায় পড়েছেন, ভোট দিয়েছেন সবাইকে।
ফয়জুল মহী অপরূপ ভালোলাগা এক মন মুগ্ধকর কবিতা বাহ চমৎকার উপস্থাপনা এক কথায় অসাধারণ
কাজী জাহাঙ্গীর ভাল লেগেছে উপমামুখর বর্ণনাশৈলী।প্রথম লেখাতে বাজীমাত করেছেন, এবার শুধু সামনে এগিয়ে যাবার পালা। অনেক শুভকামনা আর ভোট রেখে গেলাম।
অসংখ্য ধন্যবাদ। প্রার্থনায় রাখবেন।
সাইদ খোকন নাজিরী অসম্ভব সুন্দর লিখেছেন কবি।অজস্র ধন্যবাদ।
সেলিনা ইসলাম খুব সুন্দর কবিতা। শিরোনামটাও বেশ। শুভ কামনা রইল।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৯
অসংখ্য ধন্যবাদ, অনুভূতি প্রকাশের পথে শুভেচ্ছা।
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১৯
আসাদ ইসলাম খুব ভাল লিখেছেন। ভোট রইল। শুভকামনা প্রিয় কবি।
ধন্যবাদ। শুভকামনা।
ভালো লাগেনি ১৪ ডিসেম্বর, ২০১৯
Hasan ibn Nazrul বাহ্ চমৎকার একখন্ড বাংলাদেশ। ভোটসহ শুভকামনা প্রিয় কবি
শুভ কামনা নিলাম এবং দিলাম।
নাজমুল হুসাইন বেশ কিছু চমৎকার দাবী তুলেছেন কবি,অনেক শুভকামনা রইলো।
দাবীগুলো চমৎকার লেগেছে জেনে ভালো লাগল। শুভেচ্ছা।
MD. MOHIDUR RAHMAN লেখা চালিয়ে যাবেন আশাকরি..
আমিও তাই আশা করছি, লেখার সাথেই থাকবেন। ধন্যবাদ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রিয়তমের সব কিছুই বৈচিত্রময়, ভাললাগার। জন্মভূমির মাঝেই তাঁকে খুঁজে পাওয়া। তার কাছেই ফিরে আসা। পাবার নেশা।

২৪ সেপ্টেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫