মেঘ বৃষ্টির কাব্য

বৃষ্টি ও প্রেম (সেপ্টেম্বর ২০২০)

Neerob
  • ৯১
টাপুরটুপুর বৃষ্টি,
দেখছি চেয়ে তোমার চোখে অপলক দৃষ্টি
মেঘ মানে শিহরণ, বৃষ্টি মানে ভালোবাসা।
যখন পাখি উড়ে যায় ফেলে নিজের বাসা
দূর দূরান্ত, নীল নীলান্ত ডানায় ভিজিয়ে
বুকের ভিতর হাজার মুহুর্তের সুখ জমিয়ে
প্রতিক্ষিত বৃষ্টি।

নাটুকে বিদায় প্রেমে!
চলতে চলতে বলতে বলতে হঠাৎ থেমে
দু'দন্ড কী ভাবলে বলোনা, কী ছিল কথা?
চোখের পাতায় চোখ রেখে শুধু নীরবতা।
মেখো না আমার গায়ে সোঁদা মাটির সুর
সময় পিছনে ফেলে আজ সূর্যকনা বহুদূর
উপেক্ষিত প্রেমে।

অনেক দিনের পর,
নতুন সময়ে নতুন জীবনে বেঁধেছি ঘর
তোমায় কাছে পাবো বলেই শব্দ পাখি
ক্লান্ত হয়ে পরিচিত মুখপানে চেয়ে ডাকি।
সব কিছু বুঝেও কেন রুক্ষতা এ ফুলে?
সম্পর্ক ধুয়ে যায়, অবশিষ্ট লেনদেন ভুলে
আপনও হয় পর!

শীতল স্বপ্নের ছায়া,
অন্ধকারে মনে পড়ে যায় আলোর মায়া
সেই প্রথম দিনের স্মৃতি, সেই পত্রলেখা
রোমন্থনের উল্লাসে কত কিছুই না শেখা
রাত জেগে আগামী ভাবনায় উচ্ছ্বসিত
কেউ যদি তোমার মতো একটু ছুঁয়ে দিত!
আজ ভয়ংকর ছায়া।

গায়ে বৃষ্টির জল,
ফোঁটায় ফোঁটায় হারিয়েছে মন অতল।
তোমার কথা ভাবছি বলে আজো রাখি
চোখ, ওই মেঘে মেঘে খেলা আছে বাকী
একবার যদি ফিরে পেতাম আমার গান,
যদিও জানি সব প্রলাপ, অনুভব অবসান
শুকায় সমুদ্রের জল।

বৃষ্টির দৃষ্টির প্রতিমা,
তুমি আমার চির সাধনা, মনের উপমা
শক্ত মাটির বুক ভেদ করে যাও গভীরে
ছিন্নভিন্ন করে দাও সব অবহেলা ভীড়ে।
জানি বার বার আসবে জীবনে পরবাসী
আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি
অভ্র বিদ্যুৎ প্রতিমা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পন্ডিত মাহী কথা গুলো বেশ ভালো। মূল ভাবে ধারাবাহিকতায় আরো মনযোগ প্রয়োজন
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০২০
Supti Biswas চমৎকার লেখা।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০২০
ফয়জুল মহী অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা I
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কোন এক বৃষ্টির দিনে প্রথম প্রেম। তারপর অনেক দিন কেটে গেছে, অনেক কিছু ঘটে গেছে। ভালোবাসার স্মৃতি নিয়ে লেখা।

২৩ সেপ্টেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫