হেঁটে হেঁটে যতদূর
পারো যদি আরো দূর
বিপ্লবের বাণী শোনাও,
হেঁটে হেঁটে পথে পথে
মানুষের ঘরে ঘরে
আশার আলো ছড়াও।
বিপদের এই দিনে
মানুষের কানে কানে
প্রশান্তির কথা তোল,
যত দূর পারো তুমি
তত দূর পথ চুমি
হতাশা হারাম বলো।
শোন শোন একদিন
যাবে থেমে এইদিন
আসবে ভোরের আলো,
হৃদয় জানালা খোলে
বিপ্লবের পথে চলে
আসুক ইসলামের আলো।
করোনাই শেষ নয়
মনে রেখো তাঁর ভয়
বিপদে কেনো তুমি তাঁকে ভুল?
আর কোনো ভুল নয়
হবে ইসলামের বিজয়
গণতন্ত্রের চেয়ে খেলাফত ভালো।
হতাশার কারণেই মানুষঅসহায়ত্ববোধ করে। এ জন্য হতাশাকেই বিদায় করতে হবে।