শৈশবের পাগলা ঘোড়ায় চেপে
কখনো হেঁটেছি, কখনো ছুটেছি লম্ফে,
গর্তের ভয় রাখিনি মনে,
হোঁচটের আঘাত মাখিনি অনুক্ষণে,
স্বপ্নে বিভোড় হয়ে উড়িয়েছি,
স্বপ্নলোকের পাল।
আগে পিছে ভাবিনি,
দিবা নাকি যামিনী,
পাবো কিনা তটিনী?
এই ভেবে মনের দরজায়
কখনো প্রত্যাশার প্রদ্বীব রাখিনি জ্বেলে,
শুধু স্বপ্নের কড়িডোরে জোড়া পাতা আঁখি মেলে,
দেখেছি সময়ের নতজানু হাল।
রংধনুর সাত রং দেখে,
কখনো হেঁসেছি, কখনো হয়েছি নির্বাক,
আবির মাখা মন জুড়ে
আবেগ জড়ানো ক্ষণ চিড়ে
মনের আকাশে উড়িয়েছি
দিবা স্বপ্নের ঘুড়ি।
ঝড়ো হাওয়ায় থামিনি,
আঘাত করেছে দামিনী,
যাবে কিনা ছিড়ে,
এই ভেবে নাটাই হাতে
কখনো সূতায় দেই নি টান ভুলে,
শুধু মমতার বাঁধন তুঙ্গে তুলে,
স্বাদের ঘুড়ি হিমালয়ে গেছে উড়ি।
ঘাসের ডগায় শিশির বিন্দুর সাথে
কখনো খেলেছি, কখনো রেখিছি স্বপ্ন জমা,
ধার করা শীতের জলে,
হীরে মানিক রুপের ছলে,
দিনমনির কাছে হারিয়েছি
ক্ষণিকের ঝলকানী।
কনকনে শীতে পাইনি চাদর,
অনাদরে থাকলেও চাইনি আদর,
বুকে চাপা হতাশার প্রাচীর,
এই ভেবে দূ্র্বাঘাসের মুকুট
কখনো কেড়ে নিতে যাই নি অনিয়মে
নিয়মের বলি খেলায় হয়েছি ঢাল প্রয়োজনে,
অবশেষে বিদায়ের কুলখানী।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সবার মনে একটা কল্প জগৎ থাকে । সে জগতে শুধু আশার তরী বেয়ে দিতে হয় পাড়ি স্বপ্নলোকের সীমানা।
সময়ের ব্যবধানে প্রাপ্তি ও প্রত্যাশার চাবুক হজম করতে হয় নিরুপায় হয়ে।
০৬ আগষ্ট - ২০১৯
গল্প/কবিতা:
৩৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪