চন্দ্র যদি অকূল ধরায়
আলো দিতে চায়,
সূর্য মামার সাথে কি আর
দ্বন্ধ রাখা যায়।
দিনের আলো ফোটায় রবি
নিশির আধার কেটে,
আধার আলোর নিলা খেলা
প্রতিদিনই ঘটে।
দিনেশ যদি লুকিয়ে রাখে
তাহার গায়ের আলো,
বসুমতির হাজার রুপ
সবই ব্যার্থ হলো।
তরু যদি প্রাণীর সাথে
করে অভিমান,
মিছেমিছি দ্বন্ধ করে
যাবে সবার প্রাণ।
আমি ছাড়া তুমি যদি
ভাবতে পার সুখী,
আধার ঘরে যাবো চলে
তোমায় করে খুশি।
তুমি যদি দুরে থেকে
তৃপ্তি খোজে পাও,
আমার থেকে যত ইচ্ছে
দুরে চলে যাও।
অভিমানে তুমি যদি
লুকিয়ে রাখ মুখ,
দুজন মিলে কেমন করে
আনবো ডেকে সুখ।
হঠাৎ যদি আসে মনে
ভালবাসার ঝড়।
অভিমান ঝেড়ে ফেলে
চল বাঁধি ঘর।
হীরা মনি মুক্তা যত
কিছুই নয়তো তোমার মত,
মিষ্টি করে হাস যদি কষ্ট দেবার পর
অকূল পাথারে ভেসে ওঠে ভালবাসার চর।
মিছেমিছি রাগ করো না
ফুলিয়ো না গাল,
তোমায় ছেড়ে দুরে যাবো না
থাকবো চির কাল।
আমায় দেবে ভালবাসা
উজাড় করে সব,
যত আছে রাগ অভিমান
আজকে থেকে স্টপ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী
সহজ সরল ও অপরূপ ভাবনা। মনোরম ও মহনীয় উপস্থাপন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ভালবাসা ভালোবেসে তাহারি থাকে, ভালোবেসে ভালোবাসা ধরে যে রাখে। ভালোবাসার মানুষের সাথে রাগ অভিমান যাই থাকুক না কেন তা যেন হয় ক্ষনিকের। তবেই ভালোবাসা হয়ে উঠবে আরুও বেশি প্রানবন্ত ও মধূর। আর ভালোবাসার ঘরে অবিশ্বাসকে ঠাঁই দেয়া উচিত নয় । বিশ্বাস ভালোবাসার ফেবিকল আটার মত।
০৬ আগষ্ট - ২০১৯
গল্প/কবিতা:
৩৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।