বিকলাঙ্গ স্বাধীনতা

স্বাধীনতা (ডিসেম্বর ২০২০)

সাদিকুল ইসলাম
  • 0
  • 0
  • ১৩৩
দীর্ঘ সাতচল্লিশ বছর পর আজও কেন জানি মনে হয়-
আতুর ঘরেই পড়ে আছি।
পরাধীনতার আশ্রয়ে, শোষকের অবাধ প্রশ্রয়ে,
আজও
সেই খলনায়কের হাসি শুনতে পাই।

আমি একুশ দেখিনি, শুনেছি-
আমি একাত্তর দেখিনি, পতাকার রঙ্গে বোঝে নিয়েছি-
কিন্তু
আজ মাঝে মাঝে পতাকার রঙ্গ বড্ড মলিন মনে হয়।

আপন মনে চলার পথে হঠাৎ থমকে দাড়াই,
ভাবছেন- কেন দাড়ালাম!
তবে –শুনেন-
আমি দাড়াইনি, আমাকে থামিয়ে দেয়া হয়েছে।
আপন গতির যে বেগ তার স্টিয়ারিং যে অন্যের হাতে!
এবার বোঝলেন –এ কেমন স্বাধীনতা!

পায়ে বেড়ী নিয়ে কত টুকু গতিতেইবা ছোটা যায়,
যেখানে সীমাবদ্ধ শিকলের কড়া নজর।
যদিও মনোবল নিয়ে দ্রুতবেগে চলার মানস-
পরক্ষনে হোচট খেয়ে মুখ থুবড়ে সকলের হাসির পাত্র।
মনে ব্রত সেবাকর্ম,
কিন্তু
ভাববে সবাই উদ্দেশ্য প্রনোদিত,
ভাল’র অবস্থা যে কতটুকু ভাল
তা নেহায়েত বোঝার সাধ্যি নাই।


জন্মের পর আবাস আমার আতুর ঘরে
সেথা পরজীবী হয়ে বাঁচা,
আজও মন হাহাকারে কাঁদে,
আমি তো সেই আতুর ঘরেই
বন্ধীবেশে শোষকের অদৃশ্য খাঁচায়?

আমি সবকিছু জলাঞ্জলি দিতে পারিনা,
জয়ী বেশে ফিরতেও পারিনা।
শুধু
পরের পায়ে পিষ্ঠ হতে সদা প্রস্তুত।

একাত্তর আমাকে স্বাধীন ভূ খন্ড দিয়েছে-
দিয়েছে-
লাল সবুজের গর্বিত পতাকা।
কিন্তু একবিংশ শতাব্দীতে
ওহে কুলাঙ্গারের দল-
স্বাধীন ভূখন্ডের বুকে, প্রাণের পতাকায়
কেন একে দিলি
অর্থ লোভের নির্লজ্জ মোহের ছবি?

তবে কি আমরা নদীর কূল ধরতে গিয়ে-
অকূল পাথারের দিকে সাতার কাটছি?
না-
হয়তো সবাই একমত হবেন-
যুগে যুগে এভাবেই চলছে আর চলবে-
হ্যা, আমিও অস্বীকার করবো না।
তবে- এটুকু ত বলতেই হবে-
ওহে কুলাঙ্গারের দল- তোর জন্য যারা
আত্মত্যাগ স্বীকার করে স্বাধীনতা আনলো,
তাদের কথা না হয় নাই ভাবলি,
কিন্তু,
তোর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে,
এই লাল সবুজের জমিনে
স্বাধীনতাকে পঙ্গু করিসনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী