প্রেমের জ্বালাময়ী অনল

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

সাদিকুল ইসলাম
  • ১৫৫
আমি যখন আমার মত করে আমাকে সাজাতে পারলাম না
তখন আশার তরীকে বেশি দুর ভাসাতে চাই না।

মাঝে মাঝে মনে হয়-
বুকের ভেতর জমাট বাঁধা রক্ত আগুন দু;খ গুলোকে
বৃষ্টির ফোটার মত ঝড়াতে,
কিন্তু হয়ে ওঠে নি।
শুধু ঘন কালো মেঘ কষ্ট হয়ে বাসা বাধে বিষন্ন মনে,
আর-এক সময়
কষ্ট গুলো বিকট শব্দে বজ্রপাত ঘটে,
যা সহ্য করার মত নয়।

সংসার ধর্মে আশা ভঙ্গের হতাশায়
সংসার গড়ার স্বপন আর দেখি না।
তবুও বুকের ভেতর থেকে কেন জানি, অচেনা সুরে-
কান্নার কম্পন ধ্বনি ভেসে আসে,
যা কাউকে দেখানোর মত নয়।
শুধু বিকৃত মস্তিস্কে ভাল থাকার অভিনয়।

আমি অনেক যতন করে মনের ঘরে-
যাকে ঠাঁই দিয়েছিলাম,
অবেলায় হেলায়, পুতুল খেলায় , নিষ্ঠুরতায়-
ধরাল সে ঘরে আগুন।
আমি আগলাতেও পারিনি, আমি ঘরকে কে বাঁচাতেও পারিনি,
শুধু , প্রেমের জ্বালাময়ী অনলে ভশ্ব হতে দেখেছি-
নিরুপায় হয়ে।

চরম পরিনতির বিরল দৃশ্যের বাস্তব সাক্ষী-
একদিন আমাকেই হতে, এমনটা কখনো ভাবিনি।

ভাবনা জগতের নি:শব্দ গাঙ্গচিল
মেঘমুক্ত আকাশের প্রখর রোদে উড়তে উড়তে-
আজ প্রায় ক্লান্ত,
তবুও ডানা ঝাপটানোর শব্দ আজও শুনতে পাই।

মানুষ ভাবতে চায় তার সীমানার অচলায়তনে,
যেখানে স্বপ্ন রাজ্যে সে একাই রাজা।
কিন্তু
স্বপ্ন ভঙ্গের বৈপরিত্তে বাস্তবতা আসমুদ্রহিমাচল,
ঠিক তখনই,
বিবেকের পক্ষাঘাতে রুনাজির আকুতি-
‘‘এই কি চেয়েছিলাম’’ ?

মন বিহনে ভাগ্যের লিলা চক্রে বিধির ধরায় সহস্র আস্ফালন-
না- না-আমি আর টিকে থাকতে পারব না ! আমি পরাজিত!
কিন্তু
সেই-তো আবার আমরণ যুদ্ধ টিকে থাকার।

আজ মেঘমুক্ত আকাশ, কিন্তু
প্রখর রোদের জলসানিতে উত্তপ্ত গা-
আবার মনে করিয়ে দিল,
মেঘের আড়াল নেহায়েত খারাপ ছিল না।

আজ তুমি নেই,পিছুটানহীন জীবন,
তুমি চলে গেলে কিন্তু ছেড়ে গেলে না।
আর
তুমিহীন শূন্যতা আমাকে আবার মনে করিয়ে দিল-
তুমি আমার হৃদয় পটে কতটা জায়গা জুড়ে ছিলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা দারুণ লেগেছে। আবেগ-অনুভূতির সুন্দর প্রকাশ।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০২০
মোঃ নুরেআলম সিদ্দিকী আজ তুমি নেই,পিছুটানহীন জীবন, তুমি চলে গেলে কিন্তু ছেড়ে গেলে না। আর তুমিহীন শূন্যতা আমাকে আবার মনে করিয়ে দিল- তুমি আমার হৃদয় পটে কতটা জায়গা জুড়ে ছিলে। লেখার ভিতরে একটা চমক ছিল। অনেক ভালো লেগেছে। শুভ কামনা রইল। ভোট অপশন বন্ধ, তাই ভোট দিতে পারিনি। উপরের কেউ আপনাকে ভোট দেয়নি, শুধু এমনিতেই বলে গেছে ভোট রইল। ভোটিং বন্ধ থাকলে, ভোট কেমনে দিবে? হা হা।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২০
ওমর ফারুক khub nice likhechen kobi.vote dilam
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০২০
মাইনুল ইসলাম আলিফ দারুণ । ভোট রইল।আমার কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২০
ফয়জুল মহী বিমোহিত হলাম কাব্য চয়নে।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেমিক/ প্রেমিকার মনে সাথী হারা বিরহে ব্যকুলতা এতটাই জ্বালাময়ী যে এই অনলে একবার পুড়ে সে জানে এর জ্বালা কতটা যন্ত্রনা দায়ক। তাই প্রেম মানুষকে জ্বলে পুড়ে খাটি করে কিনা জানি না তবে এক অদ্ভুত অভিজ্ঞতা যা বাহিরে ঠিকঠাক সচল থাকলেও মনের ভিতরে অসারতার মহাসাগর।

০৬ আগষ্ট - ২০১৯ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪