একদিন শহর আলাদা হবে।
একদিন সংসার আলাদা হবে।
হয়ত যে পথে চলেছি অনেক দিন
কিংবা হাজার বছর যে পথে চলার কথা ছিল,
সেটিও আলাদা হবে৷
মাথার উপরের ছায়াগুলো ভিন্ন হবে!
ভরসা,আস্থা,বিশ্বাস সেটিও যে ভিন্ন রবে।
যখন রাতের তারা দেখে আমার চোখ জুড়াবে,
কিন্তু সেখানে শুধুই আমার আমিত্ববোধ!
এমনটা কি হবার কথা ছিল?
দুটো প্রাণ যখন দু'দিকে
সময়, স্রোতের বিপরীতে,
কোন এক আজানা রহস্যে
নিমজ্জিত হয়ে যায়
ভালোবাসা কি তখন মিলনে
পরিণত হয়!!
স্বপ্ন শুরু থেকেই হয়েছে অপমৃত্যু
কালের বিবর্তনে শুধুই বেড়েছে দূরত্ব
তবুও মানুষ মিলন খোঁজে
রাতের চাঁদ আর দিনের সূর্য
কি মিলতে পেরেছে??
মনের মাঝে আকুতি, আর্তচিৎকারে
শ্বাসরুদ্ধকর স্বপ্নের বেড়াজালে
অনেক তো চেয়েছি মিলাতে
কিন্তু কোথায়?
কোথায় সেই
মিলনের স্বপ্ন !
দিন শেষে আমার রাজত্বে
আমি একাই রাজা! অথচ যেখানে
একটি "তুমি" খুব প্রয়োজন
যেখানে কোন আকুতি থাকবে না
দূরত্ব থাকবে না!
শুধুই থাকবে ভালোবাসার মিলন
advertisement
আমি একাই রাজা! অথচ যেখানে
একটি "তুমি" খুব প্রয়োজন।ভালো লাগা রইলো ভাই।