আমার বঙ্গভূমি

বাংলাদেশ (ডিসেম্বর ২০১৯)

জাকির মোল্লা
  • ৪১
বাংলায় মোর জন্ম, বাংলায় মোর সুখ ।
বাংলায় কাটাবো জীবন, বাংলায় হয় যেন মৃত্যু ।
এই তসবীর চলবে কতদিন, ভাগ্য করে নি মোরে মার্জনা ।
জীবিকার তরে বাংলা ছাড়তে হবে, পরিচালক করেন পরিচালনা ।
সাত সমুদ্র পেরিয়ে পৌঁছে গেছি এ কোন্ দেশে।
নীরস মানুষে বিরাজ, নেই কদমের গন্ধ বাতাসে।
ভুলব কি করে বাংলার মাঠ, ভিন্ন ডিজাইনের পথঘাট ।
খেলা শেষে নিম দীঘির স্নান, নিমগাছে কেটেছে মোর অর্ধজীবন ।
বটতলাতে বসে কহেলির সুমধুর কণ্ঠে
কখন যেন উঁকি দিয়েছে নিদ্রা মোর নয়নে,
কহেলির ঝগড়া আর কোলাহলে,
ঘুম ভেঙে হতবাক সূর্য্যি গেছে ঢেলে ।
কোথা হতে উদুম পেঁচা এক কহিল,
তুই কেন এত অন্যমনস্ক বল্ ।
বলিলাম তারে বুঝবিনা তুই ,
সহেছে তোরে এ দেশের মাটি জল ।
ভুলি নাই, ভুলতে পারি নি মোর বাংলার ভুবন,
বন্ধ নয়নে শ্বাস লইতে রহি বাংলার তাজা পবন ।
একই রবি শশীর কিরণ পড়ে ধরিত্রীর চারি কোণে ,
ভিন্ন অনুভূতি নিয়ে আসে শুধু বাংলার মানুষের মনে ।
গল্প গুজব যত রাস্তাঘাটে ,
ঝগড়া মারামারি যত ফুটবল মাঠে ।
চায়ের দোকানে যত জুটে রাজনৈতিক নেতা ।
এক নজরে কাগজ পড়ে, লেখা নিয়ে তর্ক করে ।
চিন্তাহীন নেতার গৃহে রান্নার তরে গৃহিণীর যত চিন্তা ।
হৃদয়ে বাজনা বাজায় চপ, বেগুনীর গন্ধে ,
চাঁদা তুলে তারা চপ, মুড়ি, চা খাই স্বচ্ছন্দে ।
কখন হাসি, কখন কান্না, কখনও ক্যাচাল,
এইভাবেই কেটে যাই বাংলার দিনকাল ।
পাবে কি কোথাও বাংলার ভোরের সকাল ,
সাদা সাদাই ভরে যায় বেলগাছের তল ।
হয়ত তুমি প্রতিপত্তিশালী, হয়ত তোমার বহু হাত,
অসমর্থ খরিদ করিতে বাংলার বাতাস ।
রামধনুর মত ভিন্ন রঙে, ভিন্ন ঋতুতে ভিন্ন সাজে।
বসন্তের প্রেমে মাতাল মন, গ্রীষ্মের গরমে অসহায় জীবন ।
কখন নিয়ে আসে বাণ, কখন করে মাল্যদান ।
কখন দেখায় কত সবজির মুখ,
আহা ! খানায় খোদা দিয়েছে কত সুখ ।
যতই করতে রহ মালার জপন্,
কোথাও তুমি পাবে নাকো এমন পবন ।
কোথায় পাবে তুমি বাংলার রসমালাই,
স্বাদ নেই সর্ষে ইলিশে যে রকম আছে বাংলাদেশে ।
যাইব কবে ফিরে মোর বাংলার ভূমিরে,
পাইব আবার ফিরে হীরে মোর ছোট্ট কুঠিরে ।
কীটপতঙ্গ যেমন করে বিপদ ডাকে কলসপত্রে ঢুকে ,
প্রবাসে থেকে প্রবাসীদের মন হয় একেবারে ফিকে ।
সুন্দর মহলে নাই সুখ, যতই করুক বিরিয়ানি বাজিমাত ।
মহাসুখ বিরাজমান বাঙালির পান্তাভাত ।
সুন্দর মন , সুন্দর প্রাণ, সুন্দর মোর বাংলা ।
বাংলা চিরকাল ঐতিহ্যে অটুট রহে যেন,
এ আমাদের কামনা ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাইদ খোকন নাজিরী অনেক চমৎকার লিখনি।ধন্যবাদ কবিকে।
আসাদ ইসলাম ভাল লেগেছে। এগিয়ে যান সামনের দিকে।
MD. MOHIDUR RAHMAN লেখা চালিয়ে যাবেন আশাকরি..

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বাংলার মানুষ, সমাজ এবং বাংলার বাইরে প্রবাসীদের জীবন ।

২৮ মে - ২০১৯ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪