প্রত্যাশা

প্রত্যাশা (আগষ্ট ২০২২)

Rafiqul Islam UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL#
  • ৩১৫
জেগে উঠেছে রাতের আকাশ
অসীম নিস্তব্ধতার মাঝে
প্রাচীন বটগাছের শরীরজুড়ে হলুদাভ আলোক বিন্দু।
দীঘির জলের কুলকুল ধ্বনি বেয়ে
এগিয়ে চলেছে মাতালগন্ধী বাতাস,
নেশা জড়ানো অজানা ফুলের সৌরভ।
আঁধারের অদ্ভুত সৌন্দর্য আছে ,
আছে তো?
মৃত নক্ষত্রেররা উঁকি মারে আকাশে
শত কোটি আলোকবর্ষ দূর হতে।
কেউ একজন আসছে!!
মৃদু ছন্দে চলার শব্দ
পায়েলের নিক্কণ
কাচের চুড়ির রিনিক ঝিনিক
সাথে চেনা সুবাস
আমি জানি তুমি!
মধুরিমা! তুমি তো!
হ্যাঁ তুমি ই....
দুর নক্ষত্রের আলোয়
আমি তোমার শরীরের আবর্তন
চলার ছন্দ চিনে নিয়েছি
চেনা অভ্যাসে।
ওগো অভিসারীনি
চুপিচুপি এসে তুমি, চমকে দেবে ভেবেছো?
আজ ওঠেনি’কো চাঁদ
সাঁতরে যায়নি’কো কোন রাত জাগা পাখি
তমসাচ্ছন্ন আকাশ জুড়ে,
নাকি গেছে? গেছে কি?
তুমি দেখলে জানিও।
ভেজা ঘাসে আমি হাত বুলাই
বড্ড হিম পড়েছে।
কোথায় যে বসতে দেই প্রিয়তমা তোমাকে!
তুমি বসবে তো?
আচ্ছা আমি বিছিয়ে দেব না হয়
সেগুন পাতার আসন।
তুমি বসো,
আরাম করে বসো।
শত ভাবনায় তোমাকে আমি চাই
সেই সদ্য যৌবনকালের প্রথম অধরা স্বপ্ন তুমি
বড় আপন, বড় সংগোপন।
অপ্রস্ফুটিত কলি
ফুল হয়ে ফোটা হলো না তোমার।
দিন গেল কত হাজার হল না মধুরও মিলন।
সে না হয় হোক
আজ এসেছো যখন পাশে বসো ঘাস গালিচায়
দুটো গল্প করি
আজ ধরবো না’কো হাত
ওষ্ঠে দেবো না কোন চুমু
শুধু বসো।
খুব করে মনের সাথে মন মিশাই
আঁধারের দুঃখ লুকাই,
একে অন্যের।
তুমি শুধু আমার জন্য মন খারাপ করো
আমি তেমনি।
কতকিছু তো কতজনের হয় না নিজের করে পাওয়া
তবু তারা বেঁচে থাকে আগামীর আশায়
যেমন থাকি আমরা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাস‌রিন নাহার চৌধুরী ক‌তো‌কিছু‌তো হয় না ক‌তোজ‌নের নি‌জের ক‌রে পাওয়া। সুন্দর কথামালার ক‌বিতা। ভোট রই‌লো।
ফয়জুল মহী আমরাও সুন্দর আগামীর প্রত্যাশায়

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আশায় বাঁচে মানুষ। হারিয়ে যাওয়া প্রিয় কিছুর খোঁজে নিরন্তর অপেক্ষায় থাকে। এভাবেই কাটে দিন কাটে মাস কাটে বছর....প্রত্যাশা কখনও কমে না।

০৫ এপ্রিল - ২০১৯ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪