আতঙ্কের নিথর নিশ্বাস

আতঙ্ক (নভেম্বর ২০২৫)

ওয়াহেদ কাজী
  • 0
  • 0
  • ১৭
মধ্যবিত্তের জাল সে তো কাঁটা-ছেঁড়া দড়ি,
দায়িত্বের ভারে রোজ যাই শুধু মরি।
স্বপ্নের ফিসফিস চাপা পড়ে ভয়ে,
অভাবের হিম-শীতল স্পর্শে প্রাণ ক্ষয়ে।

ভিতরে আগুন জ্বলে, বাইরে হাসির মুখোশ,
নীরবে কাঁদি রোজ, নাহি পাই কোনও রোষ।
শিক্ষার আলো কেন আজ অন্ধকার লাগে?
প্রতিবেশী-খ্যাতিতে বুক রোজ ভয়ে জাগে।

সন্তানের চোখে দেখি শুধু তিরস্কারের ছায়া,
নিজের সকল সুখ দিতে হলো বিসর্জন মায়া।
অপেক্ষাতে কাটে রাত, যদি আসে কোনো ত্রাণ,
অসহায় সত্যে কাঁপে, এই নিঃস্ব জীবন।

নিখুঁত হবার ভূতে দিনরাত তাড়া করে,
বাস্তবের শূণ্যতা যেন গ্রাস করে ধরে।
মিথ্যা হাসির বাঁধ ভাঙ্গি-ভাঙ্গি করে,
আতঙ্কে জমে বুক, এ মৃত্যু-সমান ডরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আতঙ্ক হলো মানুষের মানসিক চাপ, ভীতি এবং অভ্যন্তরীণ অস্থিরতার একটি অবস্থা। এটি শুধুমাত্র শারীরিক বিপদের কারণে সৃষ্টি হয় না, বরং দৈনন্দিন জীবনের দায়িত্ব, আর্থিক সীমাবদ্ধতা, সামাজিক প্রত্যাশা এবং ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেও উদ্ভূত হতে পারে। আতঙ্ক মানুষকে মানসিকভাবে দুর্বল করে, তার স্বপ্ন এবং স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে এবং জীবনকে ক্রমাগত চাপের মধ্যে আবদ্ধ রাখে। এই কবিতায় মধ্যবিত্ত জীবনের দৈনন্দিন দুশ্চিন্তা এবং দায়িত্বের ভার আতঙ্কের সঙ্গে সম্পর্কিতভাবে ফুটে উঠেছে। কবির কথায় “ভিতরে আগুন জ্বলে, বাইরে হাসির মুখোশ” লাইনটি মানুষের অন্তর্গত দ্বন্দ্ব এবং ভেতরের অস্থিরতা প্রকাশ করছে। “নিখুঁত হবার ভূতে দিনরাত তাড়া করে” এবং “মিথ্যা হাসির বাঁধ ভাঙি-ভাঙি করে” লাইনগুলো সামাজিক ও মানসিক চাপের তীব্রতা দেখাচ্ছে। কবিতার প্রতিটি স্তব আতঙ্কের ভিন্ন দিক—দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা, দায়িত্ব এবং সমাজের প্রত্যাশার চাপ—উজ্জ্বলভাবে ফুটিয়ে তোলে। শব্দচয়ন, ছন্দ এবং চিত্রের সমন্বয় কবিতাটিকে বিষয়বস্তুর সঙ্গে সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ করেছে।

১৬ মার্চ - ২০১৯ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "মুক্তিযুদ্ধ”
কবিতার বিষয় "মুক্তিযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৫