শীতের বাণী

শীত (জানুয়ারী ২০২০)

Md. Abdul Ahad Khan
  • ৪৮
হিম হিম লাগে বাতাসখানি
আর পুকুরের পানি
শীত বুঝি তবে এসেছে
আবার এনেছে নববাণী।

প্রকৃতি হয়েছে স্তব্ধ খানিক
শীতের প্রবল তেজে
বলতে চায় তবু একটা কিছু
এ নীরবতারই মাঝে।

খেজুর রসে আমি যখন
ভরি আমার হাড়ি
মিনতি করে সে আমাকে
নিয়ে যাব আমি তাকে
আর্ত ও ক্ষুধার্তদের বাড়ি।

প্রবল শীতে, মাঝ নিশিতে
চাদর দিয়ে নিজেকে আমি ঢাকি
চাদর যেন বলছে আমায়
চুপি চুপি ক্ষীণ গলায়
''একটি কথা, তোমাকে বলা আছে যে বাকি''।

চাদর বলে, "শোনো হে ছেলে!
তুমি তো আদরে, উষ্ণ চাদরে
আরামের মাঝে রবে
পথের ধারের ঐ বস্ত্রছাড়া
শিশুটির কি হবে"?

"শীত মানে তো নয়
একা শীতের পিঠা খাওয়া
শুধু নিজের স্বার্থ ভেবে
অন্যকে ভুলে যাওয়া"।

তখন আমি গেলাম বুঝে
শীতের আসল মানে
ধনী-গরীব মোরা মিলাব সুর
একই সুরের গানে।

সবার সাথে থাকবো মিলে,
ফুটবে তবে স্বর্গ-পুষ্প ঝিলে
ভাগ করে নেব খুশি
আর থাকবে না আড়ি
শীতের এ বাণী পৌঁছে দিব
সব মানুষের বাড়ি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আব্দুর কাদির এককথায় অসাধার। ভোট রইল প্রিয়।
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০২০
ফয়জুল মহী চমৎকার সৃষ্টি,
Md. Abdul Ahad Khan অশেষ ধন্যবাদ প্রিয় পাঠক।
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কাব্য।শুভ কামনা।ভোট রইল।আসবেন আমার কবিতায়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার লেখা "শীতের বাণী" কবিতাটি উল্লেখিত বিষয়ের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ন। কবিতাটিতে গরীব এবং অসহায় মানুষেদের পাশে দাঁড়ানোর জন্য, বিশেষ করে শীতের মৌসুমে খাদ্য-বস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য সকলকে অনুপ্রাণিত করা হয়েছে।

০৫ মার্চ - ২০১৯ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪