হারান মাঝির একক লড়াই

বৃষ্টি ভেজা (জুলাই ২০২২)

Lubna Negar
  • ৪৩
কর্ণফুলি নদীর তীরে
ছোট্ট কুড়ে ঘর
হারান মাঝি গল্প করে
দাওয়ায় দিয়ে ভর।
পাচঁ বছরের পরান টুডু
মাঝির নাতি বটে,
মা গেছে ভিখ মাঙতে
যদি কিছু জোটে।
যখন আসেনি আর্য, আসেনি বর্গী
ইংরেজ, হানাদার
হারান মাঝির পূর্বপুরুষ
করতো স্বাধীন শিকার।
বর্গী এলো, বীরসা লড়লো
লুসাই উঠলো কাপিঁ
এতো বলে তাও ফুরায় না
হারানের গল্পের ঝাপিঁ।
লড়লো সাওঁতাল, লড়লো বাঙ্গালি
তেভাগা,নানাকার, একাত্তর
পরান টুডু শুধায় তাকে
তবু যায় না কেনো শত্রুর?
অশিল্পায়িত সমাজ ভেঙ্গে
পুজিঁবাদের পথে যাত্রা
স্বয়ংসম্পূর্ন গ্রামের স্থলে
বাড়ে বৈষম্যের মাত্রা।
জমি চলে যায় কয়েক জনের হাতে
গোপান ভূমিহীন,
ভিটেখানাও হারিয়ে গেছে
শুধতে মহাজনের ঋণ।
হারান মাঝি চাষী ছিল
ছেলে হলো মজুর
রাষ্ট্র ভেঙ্গে দুখান হলো
নিয়ম রইলো অটুট।
আধাঁর রাতে হারান মাঝির
ছানি পড়া চোখ জ্বলে,
ছেলে গিয়েছিল কাজ করতে
বাবুদের পাটকলে।
সরকারি ফ্যাক্টোরির সম্পদ লুটে
লালবাতি জ্বালায় মীরজাফর,
লক্ষ শ্রমিক বেকার হলো
ভাঙ্গলো গোপানের সংসার।
স্বার্থ, লোভ আর আ্যম্বিশন নিয়ে
সভ্যতা বাড়ায় থাবা,
সেই দ্বন্ধে হারিয়ে গেছে
পরান টুডুর বাবা।
বর্গী গেছে, হানাদার গেছে
যায়নি বুলবুলি পাখি
আজও কারা ধান খেয়ে যায়
হারানদের দিয়ে ফাকিঁ।
বোম দেবতা ঘুমিয়ে আছে
তিন পাহাড়ের চুড়ায়
মর্ত্য জুড়ে রুটির তরে
কুকুর বিড়াল লড়াই।
একটা দুটো তারা ফোটে
সূর্য ডোবে ঐ
পরান টুডুরা বলবে কবে
বীরসার মশাল কই?
হারান মাঝি তীর ধনুকে
একাকী দেয় শান
পরানের কন্ঠে ফুটবে কবে
গণ বিদ্রোহের গান?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
S.M. Asadur Rahman বেশ সুনিপুণ লেখনী। বেশ ভালো লাগছে। দারুণ অনুভূতি প্রকাশ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বাংলাদেশের উপজাতিদের সমাজ ছিল অপেক্ষাকৃত বৈষম্যহীন। বাজার ব্যবস্থার অনুপ্রবেশের ফলে এইসব সমাজে অসমতা দেখা দেয়। এই কবিতায় একটি সাওতাঁল পরিবারের তিন পুরুষের একক সংগ্রামের কথা বলা হয়েছে।

০৩ মার্চ - ২০১৯ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫