গল্পের মাকে

মা (মে ২০১৯)

সৌবর্ণ বাঁধন
  • ৪৯
কামিনী ফুলের জানালাটা কি মাগো এখনো বন্ধ থাকে!
বাঁশবন থেকে চুয়ে চুয়ে আসা জল ভেজায় দরোজাটাকে!
আধা কাঁচাপাকা চুল অপেক্ষার দিনে একা উড়ে গোপনে,
লতানো গাছটা আলতো ধরে এখনো কি মা তুমি দাঁড়িয়ে,
সন্তর্পণে মুছে যাও উঠোনের কোণে অগোছালো শ্যাওলা,
আসে যদি ফিরে হূট করে বড় হয়ে যাওয়া তোমার ছেলেরা!
খসে পড়ে শত কাঠালের পাতা, বন্যার জলে ভাসে স্মৃতিরা!
ঘুমের দাওয়াই ব্যর্থ হলে, খুব নিষ্প্রাণ এই রাতের শহরে,
তোমাকে খুব মনে পড়ে মা! আজকাল খুব বেশি মনে পড়ে!

এখনো সান্ধ্য শীতের বিকেলে ফুলকি উড়ায় পাতার আগুন,
পাখি গুলো সব গুটিসুটি হয়ে বসা, গল্পের ঘুড়ি ভাসে টানটান!
গল্পের বাষ্পে মেশে তোমার আঁচলে মাখানো আজন্ম সুঘ্রাণ!
এখনো কি তোমার ডাকে রাজকুমারেরা নামে আকালের দেশে?
অভাবের শূন্যে গল্পের ফুল, বাসার বাগানেই নামে দিনশেষে!
বিকালের থমকানো ভীড়ে প্রতিদিন ঘামে ভিজে জীবনের শ্বাস,
খুব মনে পড়ে ছোট্টোবেলার তোমার গল্পে দেখা স্বপ্নের আশ্বাস!
না পাওয়া নেশার মতো অপ্রাপ্তির স্তূপ ক্রমশ এখানে হচ্ছে জমা,
বিষাদের আলোয় আঁকা রাস্তায় আর গল্পে হয়তো হবেনা থামা!

জানি বসে থাকো ভাংগা দুয়ারে নিয়ে গল্পের সযত্নে বোনা ডালি,
সদর দরোজায় পারিনা পৌছাতে আজ আর পেতে তার কস্তুরী!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী জানি বসে থাকো ভাংগা দুয়ারে নিয়ে গল্পের সযত্নে বোনা ডালি, সদর দরোজায় পারিনা পৌছাতে আজ আর পেতে তার কস্তুরী! লেখার ভাবটা একটু অন্যরকম ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন কবি। শুভ কামনা ও ভোট রইল।।
মাইনুল ইসলাম আলিফ অসাধারণ, এক কথায় অসাধারণ।উপস্থাপনা ,শব্দের ব্যবহার খুবই চমৎকার ।ভোট রইল।আসবেন আমার পাতায়,আমন্ত্রণ রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতাটি মাকে নিয়ে স্নৃতিকাতরতা নিয়ে লেখা। ধন্যবাদ।

০১ মার্চ - ২০১৯ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪