মাটির গাঁয়ে

মা (মে ২০২২)

আব্দুল মান্নান মল্লিক
  • 0
  • ৩৮
ধুলো ভরা রাস্তার গাঁয়ে কাদা মাটির ঘর,
আদুড়ে আহ্লাদিত শিশু ধুলোর উপর।
মুঠোমুঠো সাজায়ে ধুলো মাটির খোলায়,
কখনো ছড়িয়ে রাস্তায় কখনো মাথায়।
খড়ের ছাউনি ঘর কোথাও পাশে টালি,
কোথাও বা ভাঙা ঘর পড়ে আছে খালি।
থাপ্পড়ের ছাপ কারো দেওয়ালের গায়,
গোময় দণ্ড কারো আঙিনায় শুকায়।
ছুটোছুটি বালকেরা কি জানি কি খেলায়,
এ উহারে করে তাড়া ছুটতে আছাড় খায়।
নাম না জানা খেলা, চোর পুলিশের দৌড়,
এ উহারে বলছে ধরে বেটা পাক্কা চোর।
বটবৃক্ষ ছায়াতলে কাঁচা বাশেঁর মাচা,
কেচ্ছার ভিড় জমায় প্রবীন রহিম চাচা।
বিদ্যাহীনে কেচ্ছার ঝুড়ি রহিম চাচার,
নিত্য নতুন কথা যোগায় বড় মজাদার।
রাস্তার ধারেতে ছেদির মুদির দোকান,
বেচা কেনা করে আর খায় জর্দা-পান।
গড়ে পড়ে পিক তার ঠোঁটের কোণে,
নিচ্ছে বেশী দিচ্ছে কম দাঁড়ির ওজনে।
খক খক কাসিতে হাতে হুঁকায় কানাই,
সাধ্য দমে আগুন জ্বলে হুঁকার মাথায়।
ধোঁয়া ছেড়ে কথা বলতে চক্ষু হয় লাল,
কখনো বা অশ্রু গড়ে ভিজে তার গাল।
ফেরিওয়ালা বেচে গাঁয়ে হরেক খেলনা,
উৎকটে মায়ের কাছে ছেলেদের বাহানা
হাঁকিয়া চুড়ি ওয়ালা চুড়ি চায় ডাকে,
নববধূ উঁকি মারে জানালার ফাঁকে।
নুন-ঝুরি ডাক পাড়ে গাঁয়েতে কোথা,
চাল্ ধানের বাটি হাতে ছেলেরা সেথা।
ছেলেদের ভিড় জমে নুন-ঝুরির আশে,
মায়েরা দাঁড়ায় দূরে পাঁচিলের পাশে।
নববধূ ঘরে রয় ঘোমটায় বদনখানি,
খোঁজ খবরে মাটির গাঁয়ে শশ্রূ গৃহিণী।
দিবাবসানে হয়রানি জল ছাড়েনা হংস,
কেউ খুজে পোলাপান কেউ গোবৎস।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
doel paki ছন্দময় কাব্য।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পাড়া গ্রামের ঘরবাড়ি, খেলাধুলা, গ্রামেগঞ্জের মানুষেরা অধিকাংশই জীবিকা নির্বাহের জন্য চাষবাস করে থাকে । সেখানকার পরিবেশ পরিবেশ সম্বন্ধে যতটা সম্ভব তুলে ধারার চেষ্টা করেছি মাত্র।

১৪ ফেব্রুয়ারী - ২০১৯ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪