হায়! এতটা দিন পেরিয়ে আজও বাবার জন্য কাঁদি- কারণ আমার বাবা যে ছিল চরম মিথ্যাবাদী। মা যেদিন আমাদের রেখে গেলেন একা সেদিন থেকেই বাক নিয়েছে আমাদের জীবন রেখা। বাবা বলত মা নাকি তারার ভিড়ে আছে; আজ বাদে কাল নেমে আসবে কাছে। তারায় তারায় মাকে খুজি; তারার ছড়াছডি এখান থেকেই আমার বাবার মিথ্যা কথার হাতেখড়ি। রাতের পর রাত পার হয়ে যায় হিসাব মেলাতে বাবার; চোখ বুজে শুধু দেখে যাই, কি আছে আমার করার? ঢুলু ঢুলু চোখে হিসাব মেলাতে,বাবার হাতে কলম ফোটে; - বাবাকে বলি, কি করো বাবা এত রাতে? বাবা বলে, চোখে যে নেই ঘুষ, কি করি বল? আসলে...ওটা ছিল বাবা'র মিথ্যা কথার ছল। স্কুলের ছুটির বেল বাজে যেই রিং রিং... বেরিয়ে দেখি, দাড়িয়ে বাবা, হাতে আইস্ক্রিম বাবার দিকে হাত বাড়িয়ে বলতাম, একটু মা খাও মলিন হেসে বলত বাবা, না বাবা তুমিই নাও, আমার না গলায় ব্যাথা ঠান্ডা খাওয়া মানা ওটাও ছিল আমার বাবার নিষ্ঠুর মিথ্যাপনা। বড় হয়ে বাবা'রে ছেড়ে এলাম শহরে বাবা তখন মফস্বলের সেই কুড়ে ঘরে। বাবার হাতে দেই টাকা গুজে, এবার পাকা ঘর তোলেন, আসার দিনে বাবা আমায় সে টাকা দিয়ে বলেন, রাখ না বাবা,মাটির ঘরেই আমার পরম সুখ তোর না কত কী লাগে! করিস না আমার জন্য দুখ। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, মিথ্যেবাদী বাবার চোখে চোখ রাখি....... অনেকদিন বাদে খবর এল,বাবায় ধরেছে অসুখে সে অসুখের চিকিৎসা নেই এদেশের মুল্লুকে। ছুটে গেলাম বাবার কাছে, চলুন এবার বিদেশে, সব রোগের চিকিৎসা সেথায়, ভয় কীসে? বাবা শুকনো হাসি হেসে বলেন, তুই চিন্তা করছিস অযথা। ওটাই ছিল আমার বাবার শেষ মিথ্যা কথা। আজও আমি আমার দুখিনী বাবার জন্য কাঁদি, কেননা আমার বাবা ছিল এক চরম মিথ্যাবা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
এমন একটি কবিতা লেখক আদিত্য আনিক তার মাকে নিয়ে লিখেছেন, কিন্তু আপনি বাবার প্রতিফলন ঘটিয়েছেন। আমার মনে হয় আপনি লেখাটি কিছুটা এডিট করছেন... তবে সরাসরি এতোটা কপি না করাই ভালো।। ভালো থাকুন, শুভ কামনা।।
সাজ্জাদুর রহমান
কবিতাটি আমার... কিছু টাইপিং মিস্টেক হয়েছে...যেমন "ঘুম" এর জায়গায় হয়েছে "ঘুষ"।আর শেষে " মিথ্যাবাদী" না হয়ে হইছে "মিথ্যাবা"... ভুলগুলোর জন্য দুঃখিত।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
"বাবা" কবিতার বিষয়টি দেখে প্রথমে বেশ সহজ মনে হলেও পরে লেখার সময় হাড়ে হাড়ে টের পেয়েছি আসলে এ ধরনের কবিতা লিখতে কতটা চেষ্টার প্রয়োজন।তবুও এই অধম চেষ্টা করেছি যথাসম্ভব নিজের সেরাটুকু দিতে,বিষয় যাতে অন্যদিকে গড়িয়ে না যায় তাই কবিতাটি সীমাবদ্ধ রেখেছি বাবা ও ছেলের মাঝেই...।
২১ জানুয়ারী - ২০১৯
গল্প/কবিতা:
৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।