অস্ফুট রোদন

বন্ধুত্ব (অক্টোবর ২০২১)

Md.Ashaduzzaman Chowdhury
  • 0
  • ১০৮
সূর্যের আলোয় স্নান করে আমার ছায়া
চাঁদের আলোয় সিক্ত হয় আমার আত্মা
সকালের মেজাজটুকু বাঁধিয়ে রাখি মনে
সন্ধ্যায় গল্প বলবো সমস্ত স্বার্থ ছেড়ে
অথচ,
হঠাৎ করেই সূর্যের আলো
আর ছায়া ফেলে না,
চাঁদের আলোয় সিক্ততা আর দীর্ঘ হয় না।
এখন,
কাঠের মত ব্যবহার হয় আমার শরীর
তবুও শিল্পের যৌবনটুকু সম্পূর্ণই বিলীন
অনেক শিল্পীর স্পর্শের রেখায় ডাক পেয়েছি
কিন্তু নিজের স্পর্শে তোমায় আর পাই না।
আঁধারের মাঝে-
কেন জানি শীতলতা খুঁজে পাই!
অশ্রু ঝরে, কষ্ট বাড়ে,
এ যেন নিয়তিরই বড়াই।

আজ শুকনো পাতার আড়ষ্ট হওয়া
শিরাগুলোর দিকে চেয়ে থাকি,
কখন বিকেল গড়িয়ে রাত চলে আসে
আর চোখের কোণে ঝাপসা রূপ দেয়-
বুঝে উঠতে পারি না৷
শুকনো পাতার শিরা যেন
আমার রক্তের শিরায় পরিণত হয়।
সেই শুকিয়ে যাওয়া শরীরে,
প্রতিটি বিলীন হওয়া রক্তের ফোটায় যেন
তোমাকেই খুঁজে ফেরে।
মস্তিষ্কের স্মৃতির গুলো
ফেটে বেড়িয়ে আসতে চায়,
যেমনটা বীজ থেকে শিকড়গড়া
আর শাখাপ্রশাখার বিস্তার বাড়ে-
ঠিক তেমন করেই ধ্বংসের আমন্ত্রণ জানিয়ে
স্মৃতির রাজ্যে তোমার স্বপ্ন হারাই।
বাক্যের জন্য শব্দ যেমন স্পষ্ট করে
অর্থের শক্তি কতটুকু!
ঠিক তোমার অস্তিত্বহীনতা স্পষ্ট করে
বেদনার নিরব বহমানতা কতটা তীব্র!
সবুজ পাতায়
গাছের যেমন স্বকীয়তা পায় প্রকৃতি
তেমনি
তোমার কথায়
আমার মনে কবিতা আসতো নিরবধি
প্রেমের অর্জনটুকু ঠোঁটের স্পর্শ পায় না
শরীরের আন্দোলনও ভালোবাসা পায় না
ভোগ করি অসহ্য যন্ত্রণা আর অস্ফুট ক্রন্দন
প্রকাশহীনতায় ভুগছি আজ আত্মজ দুঃখে
ফিরে পাবো না তোমায় মৃত্যু ও পরজন্মেও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অসাধারণ লেখা , একরাশ শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর
ধন্যবাদ। ভালো থাকবেন প্রিয়জন।
Ahad Adnan সুন্দর কবিতার জন্য শুভকামনা এবং ভোট রেখে গেলাম
ধন্যবাদ। ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

২৮ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪