রাজার রাজা।

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

আশরাফুল আলম
  • ১৫
যখন রাত্রি নিঝুম চন্দ্র ছাড়া,
তারা ছড়ায় আলো।

শয্যা ছাড়ি আস্তে উঠো সঙ্গী,
না জাগলেই ভালো।

অযু করো নতুন করে।
ফিরো ধীর পাঁয়।

নিশাচরের করুন আওয়াজ,
কানে শুনা যায়।

নতুন জামা পর গায়ে,
আতর লাগাও তাতে।

জায়নামাজটা বিছিয়ে দাও,
নাও তসবি ছড়া হাতে।

তামাম ধরা ঘুমের মরা।
আরাম পেলো দেহ।

তুমি কেবল জেগে আছো,
জানেনা তারা কেহ।

দ্বীন দুনিয়ার মালিক যিনি,
আজকে তোমার তরে।

নিজ হাতে রহম বিলায়,
কেবল অকাতরে।

পরছো নামাজ তুমি একা,
দেখছে রবে নিজে।

যখন দু চোখ বেয়ে অশ্রু তোমার,
পরছে কপল ভিজে।

এমন মজা পাইবে তুমি
এই নামাজের মাঝে।

যেন এরুপ শান্তি পাওনি,
তুমি আগে কোন কাজে।

ধুলায় লুটে তোমার ললাট।
তসবি গাথা হাতে।

চুপি সারে পর নামাজ,
লুকিয়ে গভির রাতে।

যত তুমি চাইতে পারো,
অভাব তোমার কতো?

দিবেন আজি রাজার রাজা,
ফকির অনুগত।

বলো তেমার সকল কথা।
থাকলে গোপন বানী।

ভাঙ্গা মনের শত ব্যাথা প্রকাশে,
ছাড় চোখের পানি।

নামাজ শেষে দরুদ পরে
হাত তুলো তার দ্বারে।

পর্দা ছাড়া তুমি নিচে,
উর্ধে পরওয়ারে।

কবুল তুমি এই নামাজে,
সফল তোমার ধরা।

ব্যার্থ গাফেল ধ্বংশ হলো,
অলস ঘুমে যারা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর বেশ ছন্দে মজিয়েছেন, অনেক শুভকামনা।
Hasan ibn Nazrul স্রষ্টার কাছে ভাঙ্গা মনের আকুতি। ভাল লেগেছে

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতায় ভাঙ্গা মনের বেদনা প্রকাশের কথা বলা হয়েছে।

১৯ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫