জনম দুখিনী মা

মা (মে ২০১৯)

মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী
  • ১৩১
ঐ দেখা যায় একটি পাড়া, ঐ যে একটি বাড়ি;
ঐ বাড়িতে বসত করে জনম দুখিনী এক নারী।
সেই দুখিনীর বয়স এখন একশত বছর প্রায়;
জীর্ণ শীর্ণ দেহ তার, চোখের জ্যোতিও নাই।
শুনেছি, সেই ছোট্টবেলা হয়েছিল তার বিয়ে;
দিন মজুরী করতো স্বামী অন্যের বাড়ি গিয়ে।
একে একে হয়েছে তার চারটি ছেলে মেয়ে;
দিন কেটে যায় অনটনে খেয়ে বা না খেয়ে।
বহু কষ্টে ছেলে মেয়েদের তুলেছে বড় করে;
মেয়ে দুটিকে বিবাহ দিয়েই গেলো স্বামীটা মরে।
তারপরে সে পেটের দায়ে ভুলে শরম-লাজ
বাড়ি বাড়ি দিন-রজনী করেছে ‘ঝি’ এর কাজ।
এরপরে তার ছেলে দু’টিও করেছে বিয়ে-সাদী;
হয়েছে সে যে একে একে চার নাতীনের দাদী।
এখন তো ছেলেদের ঘরে সুখেই থাকার কথা;
কিন্তু হায়! পোড়া কপাল! ঘুচেনি তার ব্যথা।
ছেলেরা এখন রয়েছে সুখেই মহা ধুমধামে;
থাকে ইটের পাঁকা ঘরে, ঘুমায় বেশ আরামে।
তাদের ঘরের একটি কোণে ঠাঁই হয়নি তার;
ঠাঁই হয়েছে গোয়াল ঘরে, কিযে বলি আর!
অন্ধকারে মশার কামড়ে ছটফট করে কাঁদে
তা দেখিয়াও ছেলে-বউদের বিবেকে নাহি বাঁধে।
দু’বেলা দু’মুঠো ভাত এখন জুটেনা তার ভালে
এমন দুখিনী এই জগতে দেখিনি কোন কালে।
ভেবে দেখেনা ছেলে-বউরা, তারাও বুড়ো হবে;
তখন তাদের ছেলে-বউরাও পাশে নাহি রবে।
বুঝবে যেদিন হয়তো সেদিন রবেনা মাতা ভবে;
কাঁদবে সেদিন অন্তবিহীন, কাঁদলে কী লাভ হবে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখা ভালো লেগেছে, তবে আপনাকে আরও ভালো করতে হবে। তবে ভালো করতে হলে আপনাকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে এবং যে পদ্ধতি অবলম্বন করছেন, সেখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে হবে। সুতরাং লিখতে লিখতে হয়ে যাবে।। শুভ কামনা সবসময়।।
মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী কাল্পনিক গল্প নয় । বাস্তব চিত্র তুলে ধরেছি কবিতায়।
তানভীর আহমেদ কবিতার ভেতর গল্প...
কাল্পনিক গল্প নয় । বাস্তব চিত্র তুলে ধরেছি কবিতায়।
ম নি র মো হা ম্ম দ ভাল লাগল,অনবদ্য।।ভোট রেখে গেলাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমাদের গ্রাম বাংলায় এমন অনেক দুখিনী মা'ই আছে, যাদের দু;খের করুন কাহিনী অগোচরেই থেকে যায়। তবুও আমার জানা একটি ঘটনা রূপক আকারে কবিতায় আবদ্ধ করলাম। কাকতালীয়ভাবে তা কারো না কারো জীবনে দেখা বাস্তব চিত্রের মিলে যেতে পারে।

১৪ অক্টোবর - ২০১৮ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪