নক্ষত্র বিষয়ক কিছু মিথ

উষ্ণতা (জানুয়ারী ২০১৯)

Ahad Adnan
  • ৮৮০
নক্ষত্র তোমার খোঁজে গ্রহ থেকে গ্রহান্তরে অবিরাম চষে বেরিয়ে হাহাকার,
তোমাকে ঘিরে ফেনিয়ে ওঠা মিথ নগরের কক্ষপথে পায়চারি,
ভাঙা কাঁচের মত আকাশটা টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা,
শুধু তোমারই খোঁজে তবু নক্ষত্র, এই অক্লান্ত অমূল্য রতন-বিলাস।
তোমার কাছে অজস্র কষ্ট জমা রাখার আছে,
তোমাকে না পাওয়ার মত কষ্ট, পেয়ে হারানোর মত যন্ত্রণা,
হারিয়ে পুনর্জন্মের মত আর্তনাদ, জন্মের পর অদেখা ডুবের প্রলাপ,
প্রলাপের মত কষ্ট আছে।
তুমি খুব অগোচরে, হয়ত জঠরে তোমার নক্ষত্র, ওকে বাঁচিয়ে রেখো।
তোমার হৃদয়, যেখানে একদিন একচ্ছত্র রাজত্ব আমার, এখনও থেকে থাকে যদি,
ওকে ঠাঁই দিও,
আমি যেদিন খুঁজে পাব তোমায় প্রিয় নক্ষত্র, কোন কোন আব্রুহীন রাতে,
আর নির্লজ্জের মত দেখতে চেয়ে ফেলি গর্ভ-ভল্টে গচ্ছিত কষ্টগুলো,
স্তনের মতন গোপন অধিকারে আমাকে ছুঁতে দিও,
মিলনের মতন পরম উষ্ণতায় মাখতে দিও।
তারপর যেদিন শেষ নিশ্বাস চুকিয়ে দিয়ে, উচ্ছিষ্ট জীবনের দামে
আজরাইলের হাওয়াই শকটের টিকিট কেটে পাড়ি দিব মিথ নগরের কক্ষপথে,
সূত্র মতে সেদিন তোমার মত আমিও নক্ষত্র হব।
নক্ষত্রজোড়ার মিলনের সন্তান কষ্টগুলো সেদিন জন্ম নিবে,
কষ্ট চিৎকার করে মাতবে উল্লাসে,
মিছিলে মিছিলে সৌরলোকে বিগ-ব্যাং কিংবা নতুন গ্যালাক্সির বোধন হবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী নক্ষত্রজোড়ার মিলনের সন্তান কষ্টগুলো সেদিন জন্ম নিবে, কষ্ট চিৎকার করে মাতবে উল্লাসে, মিছিলে মিছিলে সৌরলোকে বিগ-ব্যাং কিংবা নতুন গ্যালাক্সির বোধন হবে। অসাধারণ একটি ভাবনা তুলে এনেছেন। কবিতা অনেক ভালো লেগেছে।। শুভ কামনা দাদা।।
নাজমুল হুসাইন চমৎকার কবিতা।ভোট রইলো।আমার পাতায় দাওয়াত দিলাম।আপনাকে কখনো আমার পাতায় দেখতে পাইনি।ধন্যবাদ।
এশরার লতিফ সুন্দর।
কাজী জাহাঙ্গীর অসাধারণ লিখেছেন ভাই। কিন্তু বন্ধ থাকার কারনে ভোট দেওয়া হল না। অনেক শুভ কামনা আর নতুন বছরের শুভেচ্ছা রইল। সময় পেলে আমার পাতায় আসবেন।
রঙ পেন্সিল অসাধারন কবিতা। খুব ভাল লাগলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কিছু কিছু পরাজিত রোমান্টিসিজমে বিশ্বাসী নক্ষত্রের মাঝে নিজেদের প্রয়াত প্রিয়জনের মুখ খুঁজে বেড়ায়। মিথ তৈরি করে। একান্ত গোপন কিছু কষ্ট ভাগ করে নেয়। সে নিজে যেদিন চলে যাবে, তারও কী একই গন্তব্য? ভাগ করে নেওয়া কষ্টগুলো কী অাবার পরমপ্রিয় হয়ে ধরা দিবে তার কাছে? মিথগুলোর কী পরিণতি এমনই হয়?

২৩ সেপ্টেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ৪১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী