কোথায় সে যাবে?

ভ্যালেন্টাইন (ফেব্রুয়ারী ২০১৯)

আবু আরিছ
  • 0
  • ৬৯
কবিতা যদি গান হয়ে নেমে আসতো ধরায়
চলতে পথে হটাৎ যে শব্দটা মনে গেঁথে যায়
করে দিত তাকে সুর-
তাহলে মনের খুশিতে পথচলা হতো আরো বহুদুর।
হঠাৎ চোখে পড়ে যে নারী রাস্তার কিনারায়
সে নারীকেও করে দিত ছলনাময়ী একান্ত তার নিজস্ব ছন্দে
মনের কোণে জমানো পুরনো সে স্বপ্নের ইশারায়।

হাত ইশারা দেবেনা সে জানি
তাকাবে কিনা তাও জানা নেই
তবু মনে জাগে কিছু হাহাকার
এই যে এত মানুষ
বিচিত্র তাদের জীবন
কে করেছে এত সবের আয়োজন
এই জীবন সংসার।

ছেলেটির হাত ধরে ওইতো চলে যাচ্ছে
কোথায় সে যাবে?
তার পিছু নেব না আমি, এটা নিশ্চত
এমনকি গায়ের কাছ দিয়ে গেলে তাকিয়ে রবো অন্যদিকে।

এই যে হাহাকার, কিসের হাহাকার
কোথায় তার মুল সারৎসার
চলে যাক, যাক না সে
মেঘেরা যেমন চলে যায় হাওয়ার অনুকূলে
পায়রা আর চিল যেমন সুখ পায় হাওয়ার প্রতিকূলে
আমিতো তেমনি একজন
অন্তত আমার কবিতা সে কথাই বলে।

তাকে চলতে দাও নদীর মত
তাকে চলতে দাও মেঘের মত
নদী কি সমুদ্রের সুর বয়ে নিয়ে যায় না
ধ্বংস করতে পারে না পাপীদের আস্তানা
মেঘ কি প্রলয়ঙ্করী হয়ে উঠতে পারে না
সেতো শুধু শরৎেরই মেঘ নয়।

জীবনের ছন্দকে সে খুজে ফিরে
এটা কবিতার একটা বৈশিষ্ট্য
কিন্তু জীবনতো মেঘের মত
উড়ে যাওয়া পাখির মত
রাস্তার ধারে সেই মেয়েটির মত
এক পলক, একটি মাত্র ঝলক-
তার বেশীতো নয়।

ধরে নিই জীবনটা একটা বৃত্ত
বৃত্তের মত নিত্যকার এক চক্র
দিন যাবে রাত হবে আবার দিন
আবার মেয়েটির সাথে দেখা হবে
গোধুলীর অস্পষ্ট আলোয়।

এখন প্রশ্ন, বৃত্ত কি নিরেট?
না, নিরেট নয়।
পাইয়ের মানতো আজও আমাদের শোনায়-
অসীমতার গান,
গণিতের ভাষায় অসীম সংখ্যা
কাকে আমরা সমীকরণে বন্ধী করবো
জীবনকে?
জীবন =১+১+১.৩৩৩

যা সহজে হৃদয়ে ঘনিয়ে উঠেছে আনমনে,
যদিও অনেক প্রহর ছিল সে তোমাকে ঘিরে,
পরিচিত নদীর মত,
নয়তো মিল্কিওয়ের একপাশে পড়ে থাকা তিনটি তারার মত,
ভুলে যাওয়া কোনো নারীর মত,
অনেক বছর আগে কষ্টের দাহনে জীবনকে যে করেছিল তছনছ-
তাকে আজ মনে পড়েছে
ছায়াময় দীঘির মত তার চোখ
সরল ছন্দময়
এতো মিছিলের কোনো বাণী নয়
কিন্তু তাতো হতে পারে একটি সিগারেট নিঃশেষ করার জন্য কিছুটা তৃপ্তিকর-
এর বেশী আর কি চাই?
যদি কবিতা আমাদের দিতে পারে গানের কাছাকাছি,
উদাসীন কোন প্রহর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু সুন্দর কবিতা ।। ভাল লাগলো। আমার পাতায় 'চোখের জলভোজ' গল্পটি পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
মোঃ মোখলেছুর রহমান ভাব ভাষা অসাধারন, জীবন=১+১+১.৩৩৩ বোধগম্য হলনা। ভাল থাকবেন।
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
মোঃ জামশেদুল আলম বাহ! অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৯

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতার মাধ্যমে ভালোবাসার প্রকাশ সর্বোত্তম। তাতে প্রকাশ পেতে বিরহ কিংবা হাহাকার। প্রকাশ পেতে পারে দর্শন কিংবা জীবনবোধ। এই কবিতাটি প্রেম ও জীবন নিয়ে...

২০ আগষ্ট - ২০১৮ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫