দু’খের বাতিঘর

শূন্যতা (অক্টোবর ২০২০)

পুলক আরাফাত
  • ৮০
খুব গভীর নিষ্ফলা অনাদৃত আক্ষেপ থেকে জন্ম নেয় প্রমিত প্রচণ্ড ইচ্ছের রঙ।
প্রাণমনে ছড়িয়ে দিতে প্রস্তুত নীল হৃদয় জানি না কখন কোথায়-
উড়ছে ব্যাথায় পোড়া কাঁচের মতো মন চোখের প্রীতে হতাশার নোনাজল।
বুকের গভীরে ধীরে সন্তর্পণে গুটিগুটি হাঁটে প্রিয় আকাশটা যেন ওখানেই উজ্জ্বল।
ধরতে গেলে সে আকাশের শুভ্র ডানা এক চিলতে মেঘ সরে বসে করলো মানা।
আকাশের সাদা-কালো-নীলে ইচ্ছেমতন বাতাসের নীড়ে উড়ে চলে গাঙচিল।
নদীর তটে ঢেউ ভাঙ্গে আশ্রিত জলজ মুক্ত স্বাধীন কখনো ছুঁতে না চাওয়া।
মনে হলো কেন যেন এই ঘাশফুলের মতো বেঁচে থাকা রোদের আভায় হাসা পরাধীন।
খুব ভোরে দেখা স্বপ্নজট মনের কিনারে সপ্তদিবস এলোমেলো করে ছেড়ে তারপর চুপ।
হঠাৎ হঠাৎ মনে হয় দু’খের বাতিঘরে কেউ তো নেই আলো জ্বালাবার।
শূন্যতার বুকে দখিনা বাতাসও প্রায়শ দমবন্ধ করা গহীনে অবচেতন।
লৌকিক চোখে চোখে বিদ্ধ করে রাখে স্বপ্নের পৃথিবী তাও অজোড়া এখনো।
কখন যে সে বাতিঘরে আলো জ্বালবে সে প্রতীক্ষায় নিরবে নিভৃতে-
সুর খুঁজে তোমার পদধ্বনি একদিন আসবে ঠিক সবটুকু আলো হাতে নিয়ে।
মনের বিহারে নাচবে সেদিন বাতির ফোয়ারা তবুও কেন এইতো সেক্ষণেও-
চোখ দু’টি শুন্য; কাউকে দেখে না; খুব কাছে তোমার ঠিকানা।
মনের নিধির হার মেনে চলে বারবার বুঝতে গিয়েও কেন বুঝতে পারে না?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুদীপ্তা চৌধুরী দুঃখের বাতিঘর পারেনা অনুভূতির ভুবন আলোকিত করতে
আমি তো লিখেছি কেউ একজন আছে অনুভূতির চোখে আঁকা দু'খের বাতিঘরে সময় হাসাবেই। আপনি তো আমাকে নিরুৎসাহিত করতে চাইছেন আর গভীর হতাশার মাঝে ডুবিয়ে দিতে চাইছেন। আমি ও আমার অনুভূতি বেশিরভাগটাই ধনাত্মক। কিছুটা ঋণাত্মক আমরা অবশ্যই এবং হতেই পারি। আমরা তো অনেকেই দুঃখবিলাসী। আমি দেখি নতুন নতুন সকাল। নতুন নতুন স্বপ্ন।
ফয়জুল মহী ভীষণ ভালো লাগলো।
ধন্যবাদ ফয়জুল ভাই।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতায় আমি প্রকৃতির সাথে মনের যোগাযোগ ও সম্পর্ক এবং প্রকৃতির মাঝেই লুকিয়ে থাকা শূন্যতার মাঝে ব্যাক্তিগত চাওয়া-পাওয়ার যে অপরিপূর্ণতার প্রতিচ্ছবি আরেকজন মানুষের মাঝে বিরাজ করে সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি। শূন্যতার মাঝে আমরা কেউই থাকতে চাই না। ভালোবাসার রঙিন তুলির আঁচরে আমাদের জীবনটা আমরা সবাই সাজাতে চাই।

২৪ জুলাই - ২০১৮ গল্প/কবিতা: ২২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪