কতো বিদীর্ণ হয়ে পুড়ে ছাই শীর্ণ মনের পাতা অদৃশ্য অহর্নিশ অতৃপ্ত দহনে। চেতনায় অনল হাসে নীরবে নিভৃতে মনে হয় কতো যুগ হারিয়ে গেছে অনুরণনে। সেদিন বিকেলের পাতে আবছা আলোয় ভর করেছিলো রাজ্যের যতো প্রশ্ন। প্রকাশে অপ্রকাশে সন্ধ্যের তিরোধানে আবৃত কিছু প্রবণের গড়নে। এড়িয়ে যাওয়া তাকিয়ে দূরের ললাটে বিদগ্ধে স্বস্নিগ্ধে- নির্ভার কাটানো সময়ের নোনাজলে রাতদিন একাকীত্বে। বিস্তৃত এই নবীন বাতাসে আজও কেন যেন প্রশ্ন ছুঁড়ে দিতে ইচ্ছে করে- কখনো কি সত্যিই মন থেকে ভালবেসেছিলে? প্রেমে তো গভীর মোহময়তা বাস করে; কখনো কি প্রেমে পড়েছিলে? কোন এক ফেরারি পিছুটানে ভেঙেছিলে স্বপ্নরাজ্য কেন তা কি মনে পড়ে? তোমার সেই মিথ্যে অনুযোগেরা আজ কি বসত পেয়েছে? কেন মিথ্যের অপভারে জড়িয়ে নিরস করে দিলে- জীবনের প্রিয় বোধের সব আশ্রয়? যখন একা নিসর্গে দু’চোখে ভেসে উঠে তোমার এক গাল হাসিতেও- ভরপুর ছিল যতদূর বুঝি অবলীলায় অভিনয়। তখন আজও রিক্তে শূন্যে জ্বলি অনাহূত নৃশংস বিভ্রাটে। একবার জেনে দেখো; ক্ষত শুকায়নি এখনো। জীবনে জড়িয়েছিলে কি শুধু করে যেতে গাঢ় আক্ষেপে গড়া- বিষাদ বিস্বাদে; কোন এক পরিচয়ের তটে গোপন গভীর কপটে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সব প্রেম কি মানুষকে হাসাতে পারে, মানুষকে সুখের সাগরে ভাসাতে পারে? পৃথিবীতে কতো প্রেমের কতো নজির আছে। প্রেমে পড়ে জীবনও দিয়েছে এমন অনেক মানুষ আছে। সব প্রেম কি সার্থক হয়? প্রেমে পড়ার মাঝে সার্থকতা কম যতটা না তা শেষ পরিণতিতে রূপান্তরিত হয়। প্রেম করে বিয়ে করে অনেকেই সুখে আছে। কেউ আবার অসুখী। একজন মানুষ জীবনে কয়েকবার প্রেমে পড়তে পারে। প্রেম কখনোই দোষের কিছু নয়। জীবনের সিঁড়িতে কাউকে অন্তত ভাল লাগেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। অনেকে আছে বিয়ের পরে স্ত্রী বা স্বামীর প্রেমে পড়ে। আবার অনেকে আছে বিয়ের পরেও পরকীয়ায় জড়িয়ে পড়ে। এসব যার যার অভিরুচি। প্রেম করে বিয়ে করেও সংসার ভেঙ্গেছে এমন অনেক উদাহরণ আছে। প্রেমের শেষ পরিণতি তো বিয়েই। তবে আসল কথা হলো জীবনে জড়ানোর আগে সাথীকে চিনে নেয়া। প্রেমে ব্যর্থতাও আছে, সাফল্যও আছে। তবে একটা বিষয়কে সবাই সমর্থন করে সেটা হলো কাউকে শুধু শুধু ঠকাতে নেই, প্রতারণা করতে নেই। বিশ্বাস নষ্ট করা পাপের চেয়েও বেশি।
২৪ জুলাই - ২০১৮
গল্প/কবিতা:
২২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।