রাখালের প্রেম

পার্থিব (আগষ্ট ২০১৮)

শামীম আহমেদ
  • ৪৬
(দারফুর, সুদান। মরুভুমির এক রাখালের জিবন অবলম্বনে সুরে লেখা এক পার্থিব প্রেমের গল্প)

ঝাঝালো রোদ আর ধুলো মাখা বাতাসে পুড়ছে গায়ের ছাল,
এরি মাঝে বসে পড়ছে কোরআন, দুম্বার এক রাখাল।

বললাম আমি তার মতো করে, নাম কি তোমার ভাই?
সুলতান আমি দুম্বা চড়ায় বসতী দুরের গায়।

তিন দিন হলো ঘড় ছেড়েছি বেজায় ভোকা ফাকা,শরিরটা বেশ ঝিমঝিম করে পায়না কারো দেখা।

মরুর বুকে বাবলা তলে ভান ধরেছি সুখের,
ভেতরটা বেশ জ্বলে পুড়ে যায় বইছে সাগর দুঃখের।

ছেলেটা সেদিন ঝোটা খেয়েছে, পায়নি মেয়েটি ভাগে,
জ্বলেনি চুলা এই রাখালের বিদায় বেলারো আগে।

বাছা দুটি মোর খুধায় কাতর এবরো থেবরো বকে,
আসছে বাবা! বলে বলে রোজ বিবিটা আমার ঠকে।

মালিকটা মোর নির্দয় বেশ, দেয়নাকো রোজ টাকা,
সত্যি বলছি বাটি ঘটি খুুটি সেদিন থেকেই ফাকা।

রোজ বিহানে পথ পানে হাটি, ডুবলে বেলা ক্ষ্যান্ত,
পথের মাঝে পথ হারিয়ে, কোনো মতে আছি জ্যান্ত।

খুদার যাতনায় চো চো করে পেট, ঘুম আসেনা চোখে,
এক মনে তাই পড়ছি কোরআন, সব চেপে মোর বুকে।

শ্রষ্ঠা দিয়েছে, শ্রষ্ঠা মিটাবে স্বাধ যত মোর মনে, তাই বসে তাকে সঙ্গপনে ডাকছি খনে খনে।

ধর্য ক্ষমতা দাও মোরে প্রভু, নিরাময় করো দুখ,
পরপারে যেনো হাসি থাকে মুখে,পায় যেনো মনে সুখ।

শ্রষ্ঠা তিনি শ্রেষ্ঠ তিনি, দিয়ে আমায় প্রান,
যেথায় থাকি মনে মনে যপি শ্রষ্ঠা দয়াবান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এলিজা রহমান শামীম আহমেদ আপনার লেখাটা ভাল লাগল ৷ শুভেচ্ছা রইল ৷
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৮
মাইনুল ইসলাম আলিফ আল্লাহ প্রীতির সুন্দর উদাহারণ।চমতকার কাব্যকথন।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার গল্প আর কবিতার পাতায়,আমন্ত্রণ রইল।
রাহাত ভালো লাগলো। শুভকামনা রইলো।
উজ্জ্বল দত্ত চমৎকার উপস্থাপন। তবে বাংলা গ্রামার ও বানানের প্রতি একটু যত্নবান হবেন। শুভকামনা রইলো।
খান সাইয়্যেদ মুসা পাঠান অনুভূতিটা বোঝার মত, সুন্দর লিখেছেন। তবে, বানানের দিকে একটু নজর দেবেন। শুভ কামনা রইল, খোশ আমদেদ
মোঃ নুরেআলম সিদ্দিকী সুন্দর কবিতা লিখেছেন। আরও চমৎকার কবিতা পড়ার প্রত্যাশায় রইলাম। অনেক শুভেচ্ছা সহ শুভকামনা রইল।
জলধারা মোহনা প্রেম তো এমনই হওয়া উচি.. স্রষ্টার প্রতি।
ভালো লাগাটাওতো শ্রষ্ঠা প্রদত্ত

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পার্থিব বলতে বুঝি জাগতিক অথবা ইহকাল বিষয়ক। পাঠক পড়েই বুঝতে পারবে যে এটা/কবিতাটি পার্থিবের অনুরুপ।

১৮ জুলাই - ২০১৮ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪