অর্থহীন মানবতা

পার্থিব (আগষ্ট ২০১৮)

মরহুম জাহিদুল আলম
  • ১১
  • ৪৯
শত যান্ত্রিকতার এই বদ্ধ নগরীতে
এক চিলতে হাসি;
রাস্তার ওই পথ শিশুদের
কেইবা ভালোবাসি?
বেসেছি ভালো প্রণয়িনী তোরে
ক্ষাণিক খনেই ভালো;
হয়ত ক্ষাণিক সময় মাঝেই
জ্বেলেছি প্রেম আলো।
কালো বরণ বিবর্ণ ওই
খুদার্থদের তরে,
নির্বাক এই মানবতা আজ
মুখ লুকিয়ে মরে।
প্রণয়িনী তোরে দিয়াছি সর্বস্ব
রাখিনি যে কিছু বাদ,
রাস্তার ওই কংকাল শিশুটি
পায়নি দুধেরো স্বাদ।
রয়েছে পড়ে দুখিনী তার
এখনো নিয়ে বুকে,
খুদার কষ্ট বেঁচে গিয়াছে
কাঁদতেছে সেই সুখে।
শেষ কালেও দিতে পারেনি
মৃত ওই মুখে অন্য,
মানবরুপী পিশাচের মাঝে
খুঁজিছে হয়ে হন্য।
বন্য মোরা সবাই এখন
মানবতা সব ভূলে,
দয়া সে জিনিস ছিলো কি কখনো
প্রণয়িনী তোর কূলে?

গাড়িতে বসে এসির হাওয়াতে
রেস্তরার ওই দামি খাওয়াতে
নেইনি কাওরে সাথে,
খেয়েছি শুধুই দুজন মিলিয়া
পেট পুরে একই পাতে।
হাত পাতে তো সেও মেগেছে
একটু খানি ভিক্ষে,
দিবো কেমনে পাইনি যে আজো
মানব হবার দীক্ষে।
শিক্ষে আমার শত ধিক তোরে
প্রণয়িনীতে করিলি মুগ্ধ!
খুদার জ্বালায় মানব মরছে
তবুও আমি যে শুদ্ধ।
শত পাপ আজ গঙ্গা স্নাত
কত কথার যুক্তি,
দুখিনী আজো ডুকরে কাঁদছে
হবে কি তাতে মুক্তি?
ব্যর্থ হয়েছে আজ মানব জন্ম
দেখিনি কেমনে তারে?
দেখেছি শুধুই প্রণয়িনী তোরে
ভ্রমের অন্তরালে।
আজকে আমার ভ্রম কেটেছে
মৃত্যু এসেছে দ্বারে
দেখাবো কেমনে এ মুখ সেথায়
জন্ম বিধাতারে?!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নুরুন নাহার লিলিয়ান ভাল লাগল । কবির জন্য শুভ কামনা ।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) সুন্দর মনবিকাশ ওভাবনা ।আসলেই আমরা কজন বা তাদের নিয়ে ভাবি।নিজ সুখ স্বপ্ন বাস্তবায়নে আমরা পাগল প্রায়।পাশের অসহায় দের নিয়ে ভাবার সময় কি আমাদের আছে?
মাসুম পান্থ খুব ভালো লাগল , কিন্তু....,,,
রাহাত ছন্দে ছন্দে নির্মম জীবনের গল্প। ভালো লাগা রইলো।
মোঃ নুরেআলম সিদ্দিকী খুব সুন্দর কবিতা। পড়ে ভালো লেগেছে। তবে আপনার নামে মরহুম দেখে কিছুটা হাসি পেলাম। আরও বেশি বেশি লিখুন এবং পড়ুন। শুভকামনা নিরন্তর।
মোঃ মোখলেছুর রহমান মরহুমে কত যে না বলা কথা লুকিয়ে আছে হা-হা-হা, ভাল লাগল কবিতা। ভোট রইল সাথে পাতায় আমন্ত্রন।
উত্তম চক্রবর্তী আজকে আমার ভ্রম কেটেছে মৃত্যু এসেছে দ্বারে। অনন্য লেখনী।
মাইনুল ইসলাম আলিফ আপনি মরহুম কেন ভাই?......................শুভ কামনা আর ভোট রইল। আসবেন আমার গল্প কবিতার পাতায়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পার্থিব যদি জাগতিক হয় তবে সেটা হবে বিশ্বমাত্রিক যার এক ছিন্নমূল হলো এই পথশিশু। প্রণয়িনী এখানে বিলাসিতার রুপক অর্থে ব্যবহার হয়েছে.

১১ জুলাই - ২০১৮ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪