প্রেমরোগ
ভাঙ্গা মন সংখ্যা
মোট ভোট ৮ প্রাপ্ত পয়েন্ট ৩.৫৮
comment ১৪
favorite ০
import_contacts ৩৮৩
প্রতিটি রাতেই,
বদলে যাওয়ার তাগিদে স্বপ্ন দেখা, কাঁদে দেহমধ্যস্থ।
বিষ পিঁপড়ের কামড়গুলো তখনো অন্তস্থ।
প্রতিটি সকালেই,
দিনের সূচনা হয়, সহস্র আশা ভিড় করে।
বিড়ির ছাইপাঁশগুলো তখন অবধি আঁকড়ে ধরে।
প্রতিটি দুপুরেই,
পরিবর্তনের ব্যর্থ চেষ্টা, ঘুমে বিভোর পুরো শহরটা।
যান্ত্রিক চিপায় বিদঘুটে দেহের কলকব্জাটা।
প্রতিটি বিকেলই,
কদম ফুলের আয়ু কমে, শিউলি ফুলগুলো চুলের খোঁপায় উড়ে।
বেচেঁ থাকার ইচ্ছেরা শহরের অলিগলিতে ধামাচাপায় পঁচে পঁচে মরে।
প্রতিটি সন্ধ্যায়ই,
গোধূলী নামে, ল্যাম্পপোস্টর আলো নিবুনিবু জ্বলে।
সূর্যটাও প্রেমের রং মাখে - অস্তমিত গলে।
বদলে যাওয়ার তাগিদে স্বপ্ন দেখা, কাঁদে দেহমধ্যস্থ।
বিষ পিঁপড়ের কামড়গুলো তখনো অন্তস্থ।
প্রতিটি সকালেই,
দিনের সূচনা হয়, সহস্র আশা ভিড় করে।
বিড়ির ছাইপাঁশগুলো তখন অবধি আঁকড়ে ধরে।
প্রতিটি দুপুরেই,
পরিবর্তনের ব্যর্থ চেষ্টা, ঘুমে বিভোর পুরো শহরটা।
যান্ত্রিক চিপায় বিদঘুটে দেহের কলকব্জাটা।
প্রতিটি বিকেলই,
কদম ফুলের আয়ু কমে, শিউলি ফুলগুলো চুলের খোঁপায় উড়ে।
বেচেঁ থাকার ইচ্ছেরা শহরের অলিগলিতে ধামাচাপায় পঁচে পঁচে মরে।
প্রতিটি সন্ধ্যায়ই,
গোধূলী নামে, ল্যাম্পপোস্টর আলো নিবুনিবু জ্বলে।
সূর্যটাও প্রেমের রং মাখে - অস্তমিত গলে।
আরও দেখুন