কৃপণতা

কৃপণ (নভেম্বর ২০১৮)

মুহম্মদ মাসুদ
  • ৫৫
কৃপণ শব্দে পরিচিত
বাড়ি বাজার মাঠে।
পিতা ছেলে বৌমা
বেজায় অখুশি তাতে।

চলতে ফিরতে কানাকানি
শোনে মাঠে ঘাটে।
বেশি খরচ হলেই একটু
সঞ্জয়ের বুকটা ফাটে।

সঞ্জয়ের গুপ্ত সম্পদ
বহুত আছে ঘটে।
যত ব্যয় ততই সংকট
মাথা ব্যাথা তাতে।

লুকিয়ে রাখা টাকাপয়সা
জমা আছে বটে।
যত আয় ততটা সঞ্চয়
গুঁজে রাখে গ্যাঁটে।

ছেলের বিয়ে বেজায় খুশি
খরচ করবে না মোটে।
নতুন সদস্য যোগ এবার
তাতেই অঘটন ঘটে।

নিজ তাগিদে করতে ব্যয়
বুক যেন তার ফাটে।
দোকানদার বেশি বললেই
যায় যে সে চোটে।

ফ্রী পেলে যাবে দৌড়ে
লোকে বলবে কি তাতে।
অপ্রয়োজনীয় হলেও সেটা
আনবে থলেতে।

বিনা দাওয়াতে ভোজ বাড়িতে
দাড়িয়ে থাকবে গেটে।
পরনিন্দার বালাই ছেড়ে
বসবে চেয়ার সেঁটে।

আপ্যায়নে দারুণ খুশি
ক্ষতির হিসেব নেই।
মিষ্টির দোকান পার হলেও
তাকায় না সে মোটেই ।

ডাল ভাত খেয়ে পেটটা তার
গিয়েছে অনেক ফুলে।
আর কিছু লাগে না তার
পেঁয়াজ কাঁচামরিচ পেলে।

নাদুসনুদুস দেহখানি তার
বারবার চেয়ে দেখে।
তার কথা সবাই জানে
বাজারে গুড় চেখে দেখে।

স্বামী স্ত্রী দুজনেই কৃপণ
কৃপণ বড় ছেলে।
এমন সুখের সংসার কি আর
এই জগতে মেলে।

টাকা জমিয়ে প্রতি বছর
জমি কেনে সঞ্জয়।
এই কথা কি লুকিয়ে থাকে
প্রতিবেশীর হিংসে হয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মুহম্মদ মাসুদ শব্দ সংখ্যা বা লাইন সংখ্যা নিয়ে একটু কথা ছিলো, যদি পারেন যত দুর বাড়ানো সম্ভব বাড়াবেন।
মুহাম্মাদ লুকমান রাকীব প্রিয় কবি/লেখক. অাপনাদের জন্য নতুন ওয়েব সাইট www.kobitagolpo.com তৈরি করা হয়েছে নতুন অাঙিকে। এখানে বর্তমান প্রতিযোগীতার জন্য নির্ধারিত “বাবা-মা” শিরোনামে লেখা জমা দেয়ার জন্য অামন্ত্রণ করা হচ্ছে। অাগ্রহীগণ ২৫ নভেম্বরের মধ্যে www.kobitagolpo.com এ লিখা জমা দিন। প্রতিযোগীতায় সেরা নির্বাচিত ৬ জনকে সম্মাননা দেয়া হবে।।।
নাজমুল হুসাইন স্বামী স্ত্রী দুজনেই কৃপণ কৃপণ বড় ছেলে। এমন সুখের সংসার কি আর এই জগতে মেলে। ভালো লিখেছেন।ভোট রইলো।আমার পাতায় আসবেন।
মনতোষ চন্দ্র দাশ সম্পদ নিয়ে কৃপণতা ভালই লিখেছেন।ভোট দিলাম।
শামীম আহমেদ অসাধারন লিখেছেন! ভোট রইলো
মাইনুল ইসলাম আলিফ বেশি বেশি কবিতা পড়তে হবে।ভাল চেষ্টা ছিল।শুভ কামনা রইল।আসবেন আমার কবিতার পাতায়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার রচনার চরিত্রটি বিষয়ের সাথে অনেক মিল আছে। যা চরিত্রর কাজে কর্মে প্রকাশ পায়। এবং ব্যাক্তিগত বিষয়েও দারুণ ভাবে মিলিত আছে বিষয়ের সাথে। উল্লেখিত বিষর যথার্থ ভুমিকা পালন করবে বলে আশা রাখছি।

৩০ মে - ২০১৮ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪