স্বপ্নের মুসাফির

পার্থিব (আগষ্ট ২০১৮)

হাফিজ খাঁন
  • ৬০
প্রতি ভোরে যবে সূর্যকিরণ রাজপথে এসে পরে,
মানব মানবে ভেদাভেদ যেন স্বচ্ছই চোখে পরে।
জীবন-প্রদীপ হাতে নিয়ে পথে পথিকেরা হেটে যায়,
কেও আছে পরে রাস্তার মোরে খাবারের চিন্তাই।
সু-জোড়া পায়ে কোট-প্যান্ট গায়ে কেও হয়ে আছে বাবু,
কেওবা আবার ক্ষুধার জ্বালায় রাস্তার পাশে কাবু।
কেও টানছে ঠেলা গাড়ি, জীবনের দরকার,
উড়োজাহাজেতে করছে সফর কেও হয়ে সরকার।
শিক্ষক বেশে, ভদ্র আবেসে যায় কেও স্কুলে,
হাতুড়ি শাবল নিয়ে চলে কেও জগৎ বেদনা ভুলে।
কেওবা আবার মোটরবাইকে ছুটছে কল্পনায়,
ন্যাংরা পায়ে ধুলোমাখা গায়ে করছে কেও হাইহাই।
কেওবা আবার ছেড়া প্যান্ট পরে করে সুখে ধুমপান,
কেওবা আবার মাইকেতে বলে হাত খুলে কর দান।
এত কিছু দেখে ব্যাথিত বুকে বলতে যে আমি চাই,
হে প্রভু তোমার দয়ামায়া কি ভিখারির প্রতি নাই।
তারাও মানুষ তারাও বান্দা শেষ নবীর উম্মত,
তাদেরও আছে পাবার অধিকার তোমারই রহমত।
করো করো দয়া হে প্রভু আজ তুমি ভিখারির প্রতি,
দুই নয়নে দেখতে পারি না তাদের এ দুর্গতি।
তাদের ভাগ্যে দুখ যদি থাকে দিয়ে দাও তা আমায়,
তবুও যেন পথে ভিখারি শান্তিতে ঘুমায়।
অসহায় সেই পথিকের প্রতি গেয়ে যাবো সদা গান,
যদি দিতে হয় দিয়ে দিতে পারি আমারই নিজ প্রাণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ মানবিকতার সুন্দর কাব্য কথা।ভাল লাগলো।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার গল্প আর কবিতার পাতায়,আমন্ত্রণ রইল।
রাহাত চিরায়ত দিনযাপনের সাবলীল প্রকাশ। শুভকামনা।
মোঃ নুরেআলম সিদ্দিকী অসহায় সেই পথিকের প্রতি গেয়ে যাবো সদা গান, যদি দিতে হয় দিয়ে দিতে পারি আমারই নিজ প্রাণ। সুন্দর লিখেছেন ভাই, ভালো লেগেছে।
খান সাইয়্যেদ মুসা পাঠান সাম্যের আকুতি ফুটে উঠেছে। শুভ কামনা রইল
মোঃ মোখলেছুর রহমান পৃথিবীর হালচাল বেশ জমেছে।কবির জন্য রইল শুভকামনা ও ভোট।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পার্থিব বা দুনিয়ার সকল শ্রেণির মানুষদের তুলে ধরা হয়েছে এখানে। এই মানুষের বিভিন্ন শ্রেণির মধ্যে আজ যারা সব থেকে অভাবগ্রস্ত, ক্ষুধায় কাতর, নির্যাতিত, নিপিরিত, তারা হলো আমাদের সমাজের দারিদ্র্যেরা। এই বিশাল মন্ডলে বর্তমানে আমরা আজ তাদেরকে সবথেকে ছোট করে দেখছি, সামর্থ্য থাকা সত্ত্বেও করছি না আমরা তাদের সাহায্য। সকালের আলো যখন এই পৃথিবীর বুকে আসে, তখন অফিসে, স্কুলে, বাসে যাবার পথে, অসহায় সেই লোকগুলি উপর আমাদের নজর না পরলেও ঠিকই যারা সবাইকে সমান ভাবে দেখে তাদের পাশে সবসময় তাদের উপস্থিতি ঠিকই পাওয়া যায়।

১২ মে - ২০১৮ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী