পাক দুনিয়ায় নাপাক দিল্

কাঠখোট্টা (মে ২০১৮)

মৌমিতা পুষ্প
  • ২৮
  • ১৫৪
তুমি-
বুস্তা ও গুলিস্তায়-কত ফুল ফুটিয়েছো;
একটি গোলাপ কলিও
দিলে না আমায়।

আমি-
মৃগনাভী কস্তুরী আতরের মৌভাসে,
বাসর সাজিয়ে বসে
তোমারই আশায়।

তুমি-
লোহিত সাগর ধরে, সিন্ধু নদের ধারে;
সাথে লয়ে প্রেম লগি
ভেলায় ভেসেছ।

আমি-
ফেলে পিছু সবকিছু-পারস্য গুলিস্তা;
এলাম তোমার কাছে-তোমারা পাকিস্তা;
আশিকী হৃদয় কাঁপে ‘দর্দ কা রিস্তা’।

তুমি-
সেফ্রন রেণু মেখে, দু’হাতে মেহেদী এঁকে
বাসর কাশ্মীরে কাজল এঁকেছো। তুমি-
পালিয়ে এসেছো; আমার ঘরে-

আমি-
ঘরেতে ফিরে দেখি, কত যে মধুর ডাকি
কতবার আঁখি চুমি;
নিরব নিথর তুমি-
ঘুমিয়ে পড়েছো। হায়, ঘুমিয়ে পড়েছো।

তুমি-
পারস্য যুবকেরে
ভালোবাসার অপরাধে
ভাইয়ের কঠোরতায় ‘অনার কিলিং’!

আমার-
দিল্ মনজিল দিল্, রোশনাই আশিকী দিল্,
কঠোরতা দেখে বলে-‘ধিক পাকিস্তা!
পাক দুনিয়ায় তোমারা-নাপাক দিল্!’

সেদিন-
গোলাপের পাঁপড়ি ছিঁড়ে, আতর ফলেছি বলে;
আঁখিজলে ধুঁয়ে ধুঁয়ে
দিলে না গোলাপ।

আজ-
ধোঁয়া জল ধোঁয়াশায়, আগরের কুয়াশায়
কবরে গোলাপ বাতি
জ্বেলেছি কতো! প্রিয়া-
নেবে তো গোলাপ কলি! আগর গোলাব।

তুমি-
দেবে কি গোলাপ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইউনা আফরোজ তুমি দেবে কি গোলাপ?ভালো লেগেছে কবি !
মোঃ মোখলেছুর রহমান বিদেশি শব্দ চয়ন সহ কবিতা ভাল লাগল।
আল মামুনুর রশিদ অসাধারণ কবিতা। খুব ভালো লাগল
Shamima Sultana ছোট বক্তব্যে মনের ব্যাকুলতা সুন্দর ফুটে উঠেছে
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) ছোটো ছোটো পঙক্তি তে কি সুন্দর লেখা। কত সুন্দর দেশি বিদেশি ভাসার সংমিশ্রণ এ চমৎকার রুপ পেয়েছে কবিতা খানা। অনেক সুভ কামনা /
Fahmida Bari Bipu আপনার কবিতা পড়ে বিমোহিত হলাম। কবিতা আমি তেমন বুঝি না। মাঝে মাঝে লিখি, হঠাৎ হঠাৎ ঝড়ে বকও মরে যায়। তবে ভাল কবিতা পড়ে অন্যরকম একটা অনুভূতিতে আক্রান্ত হই। নিশ্চয়ই কবিতার সাথে সখ্য আপনার নতুন নয়। গল্পকবিতায় স্বাগতম। গল্পকবিতা ডট কম নতুন পুরাতনের মিলনমেলা সবসময়ের জন্যই। কিছু বিকৃত মস্তিষ্কধারী এটাতে বিকৃতির হাওয়া ঢুকিয়ে দিতে চাইছে। এসবে চিন্তিত হওয়ার কিছু নেই। লিখুন, ভাল লেখা পড়ুন...নিশ্চয়ই ভাল কিছুই অপেক্ষা করছে সামনে।
ওয়াহিদ মামুন লাভলু কত ফুল ফোটানোর পরেও একটি গোলাপ কলিও দিল না? মৃগনাভী কস্তুরী আতরের মৌভাসে বাসর সাজিয়ে বসে থাকলেও যদি আশা পূরণ না হয় তবে তা খুব বেদনাদায়ক। ঘরে ফিরে তাকে নিরব নিথর দেখলে সেটা মেনে নেওয়া অনেক কষ্টদায়ক। খুব ভাল লাগল আপনার কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Shahadat Hossen অসাধারণ এক কবিতা,,,লেখার কারুকাজ অত্যান্ত ভালো
জসীম উদ্দীন মুহম্মদ অনেক অনেক ভালো লাগলো কবি।। মুগ্ধ হলাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কাশ্মীরি প্রেমিকা পারস্য যুবককে ভালোবাসার অপরাধে স্বজনদের কঠোরতার স্বীকার হয় এবং পরবতীতে তাকে ‘অনার কিলিং’ করা হয়।

২৩ এপ্রিল - ২০১৮ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪