ভয়

ভৌতিক (ডিসেম্বর ২০১৮)

ইমাদ মুসা
  • ৭৫৯
হৃদপিন্ডটি কেঁপেই ওঠা থরথর কম্পন
সৃষ্টি হয় এক! সংশয়,
ভয় মানুষের এমন জিনিস দেহ ভাঙা
ক্ষতোর বিরাট অংশয়।

কথায় কথায় বলে সবায় কিসের এতো
চিন্তে মগজ ভয়,
এইবার মোরা আনব কুঁড়ে ভয় থেকে যার
নিশ্চয় মোরা জয়।

ছোট্ট বেলা গল্প শুনতাম মামার কাছে
ভুত পেতনির কিসসা,
ডরে আমার কলিজা কাপতো থুথুনি দেই
বুকের উপর খিসসা।
শিশু কলে ভয় পেতাম যে ভুত পেতনির
কালো দানব আচার,
এখন আমি বড় হয়ে ভয় পাই খালি
মানব জাতির আচার।

বনের বাঘে খায়না মানুষ তবে মনের
বাঘে মানুষ খায়,
বাঘের ভয়ে যেপথ ছাড়ে সে বাঘ এসে
পথ দাড়িয়ে যায়।

অস্বাভাবিক আমার সবাই ভয় পাই থাকি
স্বাভাবিক কে মিতা,
সীমার বাঁধা ভঙ্গন কারী নয়রে প্রভুর
নয়রে আদম পিতা।

স্বার্থের লাগি অমিল করে বন্ধু সুলভ
চলার ধারে বিরল,
সকলে সকলে একসাথ মিলে যদি
করি একতা বলে সবল।

আমাদের নেই ভয় ডর তবেই
চলার ভয়ে থাকার ভয়ে বিমুখ,
সমাজ চলবে আপন গতিত
লাগবেনা তেল মবিল ঘুষে প্রমুখ।

আজকের সমাজ দেখি অনেকে
হাজার ভয়ের দরজা খুলে আছি,
সত্য বলতে মিথ্যা ভয়ের
সত্য মিথ্যা মাঝে নিজেই মিছি।

জ্বালা পোড়া সংসার কুলে
হাজার রটে মিথ্যে কথার আশ্রয়
জানা আছে তাহার পরে
নামবে আমার একি রকম নির্দয়।

আজকের সমাজ চলতে গিয়ে
মেয়েদের পথ ঘটে হাজার বাঁধায়
ভয় পেয়ে বয় স্কুল পথেটি যদি
পিছলে যায়রে নোংরা কাদায়।

ভয় আমাদের সংশয় কেটে
এগু যেতে হবে বহুদুর,
সমানে সকাল ভোরের আলো
আসছে ছিরে রাতারাতি সুর।

আমরা নতুন তরুণ প্রবীণ কিসের
মোদের পথের কাঁটা,
আমারা অটল মহা বীর বল
জয় হাতছানির গেছে বিঘ্নর ছাটা।
ভয়ের সদা কাজ যারেই লাজ,
আসতে থাকবে বাড়বে আরো ভয়,
না যদি ডর কিসের বিচ্চু সাপ ঘর
ছুইতে পারি সহজতর।







আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর সুন্দর হয়েছে। আমার পাতায় আসবেন
মাইনুল ইসলাম আলিফ মোরা মোদের শব্দগুলো ব্যবহার না করাই উত্তম।কবিতা সুন্দর হয়েছে।শুভ কামনা রইল।আসবেন আমার পাতায়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভয়ে মানুষ কে ভীতি প্রদর্শন করে নির্ভয়ে বলি এটি সামঞ্জস্য পূর্ণ । যথাযথ ।

১৮ মার্চ - ২০১৮ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী