বন্ধু বলিনি তোমায়

বন্ধু (জুলাই ২০১১)

Afroza Jesmine
  • ২৯
  • 0
  • ৬৫
অফুরন্ত খোলা আকাশ !
স্বপ্নের সিঁড়ি বেয়ে তর তর করে উঠে যায় মন
চার দিকে নিস্তব্ধতা ,
আলতো করে ছুঁয়ে গেল মেঘবারির হিমেল পরশ।
স্তূপ স্তূপ করে সাজিয়ে রেখেছ তুমি
হালকা নরম মেঘের পাহাড়।
কী যে অবাক লাগে তোমাকে !
আস্তে আস্তে মেঘের পাহাড় সরিয়ে এলে তুমি
দিগন্ত জোড়া জ্যোছনার প্লবনে ভরে যায়।
বন্ধু বলিনি তোমায়।
এতো ভালোলাগা লুকিয়ে ছিল কোথায়।
কতো ধন রত্ন ঐশ্বর্য্য শৌর্যবীর্যের অধিকারী হয়ে
অলক্ষ্যে চুপি চুপি হাস তুমি
আমার দারিদ্রতা দেখে ,
বরক্লান্ত অবসন্ন দেহ মন প্রান নিয়ে
কাঙ্গালের মতো আমি হাত পাতি তোমার কাছে
দেবে ; একটু প্রশান্তি আমায় !
তোমার দুরন্ত বালুবেলায় আছরে পরে অশান্ত জলরাশি
যে দিকে চোখ রাখি কী বিশালত্ব তোমার,
কত ধন প্রাণ মণি মানিক্যের একাই মালিক তুমি
দেবে ; তোমার নোনাজলে ডুবিয়ে রাখতে
আমার দুটি নগ্ন পদতল ,
আমি এক মিলিসেকেন্ড মৌণ থেকে
সুখপেতে চাই !
বন্ধু জানিনা দেবে কি আমায় ?
এক রাশ নিঃসঙ্গতার সুখ !
চারদিকের এতো কোলাহলভরা যৌবন ,
তোমার সবুজে ভরা অবাক পৃথিবীতে
প্রতিদিন আছরে পড়ে ঘাস ফড়িংয়েরা।
লাল হলুদ কত্তোরঙের প্রজাপতির মেলায়
তুমি খিল খিল করে হাস।
আর আমি ভিখিরি হয়ে তোমার হাসির মেলায় একাত্ম হই।
বন্ধু বলিনি তোমায় !
আমি বোকার মতো চালাকির ভান করি এ ধরায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ আক্তারুজ্জামান পরিণত লেখা, খুব ভালো লাগলো|
সূর্যসেন রায় খুব ভাল লেগেছে ।শুভ কামনা রইল....
হোসেন মোশাররফ সুন্দর উপমায় কবিতায় আধুনিকতার পরশ............
AMINA আপু!খু-উ-ব ভাল লাগল তোমার প্রকাশ।শুভেচ্ছা অ-নে-ক।
শাহ্‌নাজ আক্তার প্রসংসনীয় একটি কবিতা . চমত্কার | ভোট পেলেন |
নিরব নিশাচর ....................... অবাক লাগে... আমাদের কান্ড দেখলে... গল্পকবিতার সকল লেখকই যথেষ্ট ভালো লিখেন বলব, কিন্তু কিছু কবিতা অবশ্যই বাড়তি নজর পাওয়ার দাবি রাখে... আসুন এই কবিতাটিকে আরো মানুষের নজরে ফেলি, কারণ ভালো কে ভালো বলা কোনো অন্যায় না... আমি এই কবিতাটির পুরুস্কার কামনা করি... আমাদের উচিত কবিতাটির সম্পর্কে অন্য পাঠকদেরকে জানানো... এযাবত মাত্র ২৩ টি মন্তব্য, একটি ভালো কবি কে আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বাধ্য করতে পারে... আমি জানি, আমার মন্তব্য টি নেটয়ার্কে অনেকেই দেখছেন... প্লিজ কবিতাটি দেখে যাবেন একবার... অন্তত্ব লেখকটির ব্লগে টি.আর.পি তো বাড়বে... !!
মিজানুর রহমান রানা আর আমি ভিখিরি হয়ে তোমার হাসির মেলায় একাত্ম হই। বন্ধু বলিনি তোমায় ! আমি বোকার মতো চালাকির ভান করি এ ধরায়।-------------অনেক আগে থেকেই আপনার কবিতার ভক্ত আমি। তাই ভোটটাও ওপরেই থাকলো। সুভাশিষ অফুরন্ত।
মামুন ম. আজিজ একি প্রেম না বন্ধুত্ব । বেশ কিছু বাক্য
প্রজাপতি মন লাল হলুদ কত্তোরঙের প্রজাপতির মেলায় তুমি খিল খিল করে হাস। আর আমি ভিখিরি হয়ে তোমার হাসির মেলায় একাত্ম হই। বন্ধু বলিনি তোমায় ! আমি বোকার মতো চালাকির ভান করি এ ধরায়। অপূর্ব.
এফ, আই , জুয়েল # সব কিছু মরিচিকা মনে হয়, [ আধো ঢাকা আধো দেখা বিশ্ব চরাচর / কেউ কখনো পুর্ণতার পায় না খবর // ] ----- সুন্দর কবিতা ।।

১০ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪