একটি হাত ও কিছু কোমলতা...!!! ঘুমিয়েছি ঠিক কতক্ষন জানা নেই বাইরে ঝড় বৃষ্টির আদিম নৃত্যের উন্মদ মাদলতায় খোলা বাতায়ন থেকে ধেয়ে আসা কিছু পানির ফোঁটা আমার এই ঘুম ভাঙার কারণ আধ খাওয়া ঘুম ও জাগরনের এই দোলাচলে খুঁজে পেলাম জীবনের সেরা সম্পদ আমার পাশে ঘুমিয়ে থাকা তুমি আর কাশ ফুলের মত নির্ম লকোমলতায় ভরা অপরুপ তোমার একটি হাত।
কোন লজ্জাবতীর কচি লতার মত তোমার একটি হাত নুইয়ে আছে ঠিক আমার বুকের বাম দিকটাই, অনেকটা হৃদয়ের কাছাকাছি। ঈষৎ ভারযুক্ত হলেও এই ভারে হৃদয় ভারাক্রান্ত নয়... তবে তা কিঞ্চিৎ চঞ্চল সত্যি কি আমি তোমাকে পেয়েছি? নাকি এসবই আমার অলীক সুখ আগুনের দাহ্য? রোদে পোড়া দিনের শেষে তুমিই কি আমার জীবনে শান্তির বর্ষার অঝর কবিতা মালা?
যতটা বিস্ময় তোমাকে পাওয়া তার চেয়ে বিষ্ময় তোমাকে ছুঁয়ে দেখার এই একটা সুযোগ টুনি বউ এর মত তোমার ছোট্ট কোমল দুটি হাতে সাজানো আমাদের টুনা টুনির সংসার অপরিপক্ক মেয়ে থেকে এই ছয় মাসে তুমি হয়ে উঠেছো পাকা গিন্নী বদলেছে সময়, বদলেছে তোমার আমার অবস্থান, এসেছি কাছে থেকে আরো কাছে শুধু বদলায়নি তোমার সেই চির চেনা হাতের কোমলতা, যার প্রাপ্তি আজকাল বড়ই দুর্লভ
কোমল দুটি ছোট্ট হাতে এত শক্তি! এত ক্ষমতা! ঠিক যেন ঈশ্বরের সেরা দান তোমার হাত টা এভাবে আমার দুহাতে চেপে ধরে এঁকে দিতে ইচ্ছে করছে কয়েকটা উষ্ণ চুম্বন এই চুম্বন উল্কি হয়ে ফুটে উঠুক তোমার হাতের পৃষ্ঠে, ঠিক যেন নতুন সুর্যের মত তুমি এভাবেই পাশে থেকো হে ঘুমন্ত অপ্সরী! আমি না হয় এভাবেই... প্রতিটা রাত বুক দিয়ে আগলে রেখে কাটিয়ে দিব আমার মুঠোবন্দি তোমার নীরব কোমল হাত টা!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিক ইসলাম
ভালো লাগলো। স্বাগতম গল্প কবিতায়। শুভ কামনা ও ভোট রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।