এই শুক্লপক্ষের রাত্রিতে

পার্থিব (আগষ্ট ২০১৮)

ss cc
  • ১১৩
৩৩ লাইট কাভালরি ডিভিশনের হিংস্র স্মৃতিগুলো প্রতিরাতে
দুঃস্বপ্নে প্রকট হয়, শার্টের কলার ভিজে যায় ঘামে।
লোহমর্ষকতায় বন্দী হয়ে থাকি, সালমার চিৎকার ভেসে আসে।
বস্ত্রহীন যে নারী আমার পা'দুটো জড়িয়ে মৃত্যুভিক্ষা চেয়েছিল
ক্যাম্পের খেলাঘরে।

জ্যোৎস্নাতারা ম্লান হয়ে এলে, নগরীর বুকে তন্দ্রা নেমে এলে
রোমন্থন করি সাফওয়ান, সাকাফীর কথা
যে দুগ্ধপোষ্য়কে আমি বুটের তলায় পিষেছি, যে দুগ্ধপোষ্য়কে আমি নাফ নদে ভাসিয়েছি।
স্মৃতি তো সরীসৃপের মতো, নিঃশব্দে ছোবল হানে।
স্মৃতি তো ঝড়ো দমকা হাওয়া, আমি পৌষালি প্রহরে কাঁপতে থাকা হাড়-জিরজিরে বৃদ্ধ এক।
স্মৃতি তো ফণীমনসার কাঁটা, বিসুভিয়াসের তপ্ত হল্কা
ব্রোনিং মেশিনগান হাতে ফ্রন্টে ফ্রন্টে ঝরানো আগুনের বন্য়াও এতটা মত্ত ছিল না।

কফির ছলকে ছলকে আসা চুমুকে
মনে হয় যেন রক্তস্রোত গিলি।
ধোঁয়াগুলো প্রপেলার আর ইঞ্জিনের, ধোঁয়াগুলো পুড়ন্ত বাড়ির।

ঘামে ভেজা প্যারেড, ক্রলিং, নগ্ন নারীদেহের স্পর্শ, গ্লাসভর্তি তরমুজ মদ
এই শুক্লপক্ষের রাত্রিতে সবকিছু নিরর্থক মনে হয়।
হতাশা, অনুতাপ, গ্লানি আজ আমায় টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে, যেখানে তরঙ্গ তুলে আছে ফণা।
শঙ্খেরা অপেক্ষমাণ
পৃথীবির বিপুল কর্মযজ্ঞে নুয়ে পড়া এক ক্লান্ত দেহের, জীবনের কৃষ্ণপক্ষ থেকে মুক্তি খোঁজা এক ক্লান্ত দেহের।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী ঘামে ভেজা প্যারেড, ক্রলিং, নগ্ন নারীদেহের স্পর্শ, গ্লাসভর্তি তরমুজ মদ এই শুক্লপক্ষের রাত্রিতে সবকিছু নিরর্থক মনে হয়। হতাশা, অনুতাপ, গ্লানি আজ আমায় টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে, যেখানে তরঙ্গ তুলে আছে ফণা। শঙ্খেরা অপেক্ষমাণ পৃথীবির বিপুল কর্মযজ্ঞে নুয়ে পড়া এক ক্লান্ত দেহের, জীবনের কৃষ্ণপক্ষ থেকে মুক্তি খোঁজা এক ক্লান্ত দেহের। চমতকার সব উপমায় দারুণ কবিতা লিখেছেন। তবে কেমন যেন লেখা একটু ভার ভার মনে হচ্ছে, আরও একটু হাল্কা করা যেত কি? অনেক শুভকামনা রইল।
মাইনুল ইসলাম আলিফ অসাধারণ কবিতা আরেফিন ভাই।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতায় বর্ণিত হয়েছে নিজের অতীত নিয়ে হতাশ এক ব্যক্তির সকল পার্থিব মায়া ছিন্ন করার ঘটনা।

১৭ ফেব্রুয়ারী - ২০১৮ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫