অভ্যাস না ভালোবাসা?

সংসার (মে ২০২৫)

ফারহানা বহ্নি শিখা
  • ৩৯
তেইশটা বছর!
এতো এতো তিক্ততা তোমার সাথে—
সবকিছুতেই ভিন্ন মত, দুই জনের দুই পথ।

তবুও,
তোমার পছন্দে কেনা জামা, খাবার, সাজ-পোশাক—
অনিচ্ছা সত্ত্বেও পরেছি, খেয়েছি, হয়েছি রফাদফা।

ভাবছিলাম,
একদিন যদি ছুটি মেলে,
নিজের মতো করবো চলাফেরা,
যা যা করি প্রতিদিন—সব তার উল্টো করে!

আজ,
অবসরের তিনদিন পেরোল,
খেতে গেলে খাচ্ছি—তোমারই পছন্দেরটা।
সামনে সাজানো ডজন তিনেক ড্রেস,

তবু পরলাম তোমার কেনা
সাধারণ সবুজ জামাটা।
কসমেটিক বক্স খুলে সাজিয়ে দিচ্ছে কেউ—

সাজলাম আমি,
চোখে কাজল, মুখে অলিভ অয়েল!
দিনে দুই-তিনবার ভিডিও কলে 

তোমাকে নিই,
ভাবনাতেও ছিলো না এতটা নিয়ন্ত্রণ।
হাজার লক্ষ মাইল দূরে থেকেও
তুমি কি এখনো আমাকে চালাও?
নাকি তেইশ বছরের অভ্যাস—

যা আমি চাইলেও বদলাতে পারি না?
এই কি তবে ভালোবাসা?
নাকি সংসারের নামেই
গড়ে ওঠা এক অদৃশ্য অভ্যস্ততা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অপর্ণা রায় ভালো লাগলো কবি। শুভকামনা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বহু বছরের সংসার করে এতো অভ্যস্ত হয়ে পড়েছে যে, সুযোগ পেলেও সে সেখানেই আটকে থাকে। চাইলেও পরিবর্তন করতে পারে না।

১৭ জানুয়ারী - ২০১৮ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বপ্নলোক”
কবিতার বিষয় "স্বপ্নলোক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৫