অষ্টপ্রহরের কষ্টগুলো

উষ্ণতা (জানুয়ারী ২০১৯)

সালসাবিলা নকি
  • ১১
  • ১৬
আমাদের কষ্টগুলো রোজ ইট-পাথরের প্রাচীরে চাপা পড়ে যায়,
কেউ দেখে না,
ক্রমশ এগুলো বাড়তে থাকে,
এই শহরের কেউ জানে না তা,
ভাবে, বেশ ভালোই আছি আমরা।

যদি ওদের জানাতে যাই,
তোমার কষ্টগুলো উচ্চতায় হিমালয়ের সাথে
প্রতিযোগিতায় নেমেছে,
বিশ্বাস করো, কেউই বিশ্বাস করবেনা ৷

যদি বলি,
আমার চোখের অশ্রু নিয়েই একটা দুঃখ নদী,
ঠোঁটের হাসিতে লুকিয়ে থাকে কঠিন ব্যথা,
ভাববে সবাই, বাড়িয়ে বলাতে আমার তুলনা হয় না।


কিন্তু তুমি তো জানো,
কী ভীষণ জ্বালা মনের মাঝে পুষে রাখি,
চোখের তারায় লুকাই বেদনা।
বুকপকেটে ক্ষোভ রেখে হাসতে পারো তুমিও।
চোখের দেখায় কেউ বুঝতে পারে না তা।


দিনশেষে কিছু অভাববোধ,
কিছু পেয়ে হারানোর যন্ত্রণা,
আর বিষন্নতাকে দিতে থাকি প্রশ্রয়।
কেউ না জানুক,
তুমি তো জানো আর আমিও জানি,
অষ্টপ্রহরের কষ্টগুলো
রোজ কীভাবে আমাদের পোড়ায়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রণতূর্য ২ খুব ভালো লেগেছে কবিতাটি।আমার পাতায় আমন্ত্রন রইল।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) আসলে কিছু বেদনা থাকে , যাকে সবাই প্রকাশ করতে না পারে। কিছু কষ্ট যা একান্ত আপন হয়। চমৎকার লেখা
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
ওমর ফারুক Sundor kobita.vote roilo
ভালো লাগেনি ২২ জানুয়ারী, ২০১৯
মাইনুল ইসলাম আলিফ কবিতার শেষ প্যারাটা দারুণ হয়েছে।অসাধারণ।ভোট রইল।
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৯
শামীম আহমেদ লো লিখেছেন আপনি
মোঃ নুরেআলম সিদ্দিকী দিনশেষে কিছু অভাববোধ, কিছু পেয়ে হারানোর যন্ত্রণা, আর বিষন্নতাকে দিতে থাকি প্রশ্রয়। কেউ না জানুক, তুমি তো জানো আর আমিও জানি, অষ্টপ্রহরের কষ্টগুলো রোজ কীভাবে আমাদের পোড়ায়! চমতকার একটি লেখা। সুখে আছে কে? যে আছে, সেও প্রতিনিয়ত কোন অসুখে ভুগছে। নিরন্তর শুভ কামনা।। \
নাজমুল হুসাইন ভালো লাগা রইলো।অনেক অনেক শুভকামনা।
ফাহমিদা বারী হুম কবিতা পেলাম। গল্প কই?
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০১৯
গল্প আসছে ট্রেনে করে
এলিজা রহমান ভালো লিখেছেন আপনি
মোঃ মোখলেছুর রহমান পড়লাম,অনেক ভাল হয়েছে কবিতা,শুভকামনা রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এবারের কবিতার বিষয় কষ্ট। আমার 'অষ্টপ্রহরের কষ্টগুলো' কবিতাটিতে সেসব কষ্টের কথা ফুটে উঠেছে যেগুলো আমরা নিজেদের মাঝে লুকিয়ে রাখি। যা কেউ দেখে না, কেউ বোঝে না। প্রিয় মানুষটিকে তাই কষ্টের কথা বলা হয়েছে। কেউ না জানুক, সে তো জানে। কষ্টগুলো যে একান্ত আমাদের।

০৫ জানুয়ারী - ২০১৮ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভূমিকম্প”
কবিতার বিষয় "ভূমিকম্প”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৫