প্রান্তিক

অন্ধ (মার্চ ২০১৮)

সোহরাব হোসেন
  • ১৫
মিনতি আমার রেখেছো বুকের গহীনে!
চেয়েছি কেবলি, আর যাই করো—
অভিযোগে ভরা ছলে
যেও নাকো দূরে চলে।
আজ তুমি ছাড়া এ কাঙাল বেলা,
বড় নিঃস্ব করে রেখে গেলে যেন স্থবির, একেলা।

বিনতি আমার ঝোঁকানো তোমার দিকেই,
আগের মতোই বরাবর সুখে।
যুতসই অভিমানে
অভিযোগে, বিষ-বানে
পারিনি কখনো পর করে দিতে;
ব্যর্থতার এই স্বাদ রাখে যেন কোন মোহাবেশে!

কিমতি সুখের যে ভালবাসায় সেদিন,
এঁকেছ হৃদয় জুড়ে যেই প্রাণ—
ভুলে সে থাকার নয়,
বিরহে বাঁচার নয়।
তোমায় হারিয়ে দৃষ্টিহীন চোখে,
আমি আলোহারা, অন্ধত্বের সাথে এই সহবাস।

কোন একদিন—
জাঁকিয়ে উঠবে যেদিন সোনালি রোদ্দুর,
অন্ধ চোখ জলে ভাসালে তোমার আকুতি,
আলোকের ধ্যানে মন হলে বুঁদ,
হারানো নেশার জালে
বুকে জ্বালা দিয়ে গেলে,
পুঞ্জীভূত হলে অভিমান সব।
আলো আঁধারির খেলা
ভেঙে তবে সেই বেলা,
হন্যে হয়ে যাবো কাছে এক ছুটে—
তুমি থাকো এই পৃথিবীর যেই দুর্গম প্রান্তেই,
আমায় সেদিন আর আটকাতে পারবেনা কেউ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু প্রিয় মানুষকে হারিয়ে ফেললে সত্যিই চোখ দৃষ্টিহীন হয়ে পড়ে। তখন আলোহারা হয়ে অন্ধত্বের সাথেই যেন সহবাস করতে হয়। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আপনার শ্রদ্ধার কাছে আমি অবনত! অনুপ্রাণিত করে আমায় কৃতজ্ঞ করলেন। অনেক অনেক ভালোবাসা আপনার প্রতি
বালোক মুসাফির প্রতিভা দারুন । এগিয়ে যাক আপনার পথ চলা। শুভকামনা রইল সাথে আমার গল্প কবিতায় আমন্ত্রণ রইল।
মামুনুর রশীদ ভূঁইয়া জোনাকী, বাতিঘরের নায়িকা অবশেষে প্রান্তিক। ক্রমশই ধাপে ধাপে ভালো থেকে আরো ভালোর দিকে যাচ্ছে নবীন কবির কবিতাগুলো। পাঠকেরও উত্তোরোত্তর ভালো লাগছে কবিতাগুলো। আমি মুগ্ধ সম্ভাবনাময় কবির কবিতায়। পছন্দ, ভোট অঞ্জলিভরে দিলাম। অাসবেন আমার গল্প ও কবিতার পাতায়।
সাদিক ইসলাম অনেক ভালো। শুভ কামনা।
সালসাবিলা নকি বেশ ভালো লেগেছে।
ম নি র মো হা ম্ম দ আলো আঁধারির খেলা ভেঙে তবে সেই বেলা, হন্যে হয়ে যাবো কাছে এক ছুটে— তুমি থাকো এই পৃথিবীর যেই দুর্গম প্রান্তেই। প্রাণ কাড়া লাইন।সময় করে আমার পাতায় আসার আমন্ত্রণ।।আপনাদের মন্তব্য আমার আগামীর প্রেরণা
মোঃ মোখলেছুর রহমান ভাব ও ভাষা বেশ জোড়াল,আরও চর্চা চলুক এই প্রত্যাশা।সাথে আমার পাতায় আমন্ত্রণ রইল।
অনেক অনেক ধন্যবাদ।

০৪ ডিসেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪