অপেক্ষার অবসান

স্বপ্ন (জানুয়ারী ২০১৮)

opshoratasnim flavi
তুই আসবি বলে,
নয়টা মাস আমি অপেক্ষা করেছি
মনে মনে স্বপ্নের জাল বুনেছি
তোর একটু একটু করে বেড়ে ওঠা অনুভব করেছি
অপেক্ষার প্রহর গুনেছি
তোকে দেখব বলে ৷

তুই আসবি বলে,
কাঁথায় নকশা তুলেছি
ভালবাসা অনুভব করেছি
স্বপ্ন বুনেছি হাজার স্বপ্নের ৷

কত যে ভেবেছি ,
তুই কার মত হবি
আমার ,নাকী তোর বাবার মত ,
কার কাছে বেশি আদুরে হয়ে উঠবি !
ছোট্ট ছোট্ট পায়ে সারা ঘর ঘুরে বেড়াবি ৷

প্রথম হাটতে শেখায় থমকে যাবি ,
কখনোবা পরে যাবি ,
তবে আমি আছি তোর কাছে
সবসময়,পাশে পাশে ৷

একটু একটু করে বড় হবি ,
ভালবাসায় ঘেরা এক জগতে রবি ৷

নয়টা মাস পর তুই এলি ,
তবে শুধু একটি বারের জন্য ৷
মায়ের কাছে থাকার এতটুকু সময় তোর হলোনা
আর আমি ,তোকে দেখব বলে
চোখচোখটাও খুলে রাখতে পারলাম না ৷

হাসপাতালের কেবিনে শুয়ে আছি ,
নিজে থেকে ওঠার শক্তি নেই
ঘাড় ও পিঠ ব্যথা অসহ্য হয়ে উঠেছে
তোকে ছাড়া আমার খুবই শূন্য লাগছে ৷

তুই নিশ্চই ভাল হয়ে আমার কাছে আসবি ,
দু-দিন হয়ে গেল তোকে দেখতে পাইনি ,
কোলে নিতে পারিনি ,
অপেক্ষা যেন আর শেষ হচ্ছে না ৷
তবে জানি ,মামনি আমার ,তুই ঠিক আসবি
আমি যে তোরই জন্য অপেক্ষা করছি ৷
তোকে দেখে আমার সমস্ত কষ্ট চলে যাবে ,
আসবি তো মামনি ! আমার কাছে ৷

কিন্তু না ,
মায়ের কাছে আর একবারও আসতে ইচ্ছে হলো না
আমার অপেক্ষা ও ভালবাসাকে উপেক্ষা করে
চিরদিনের জন্য চলে গেলি ৷

কী অবহেলা করেছিলাম আমি !
চলে গেলি আমায় ছেড়ে
হয়ে এতটা অভিমানী !

ক্ষমা করে দিস মামনি আমার ,
যদি কোন ভুলে ,ভুল হয় আমার ৷

আজ তুই নেই ,
তবুও কেবিনে পরে আছি
তোকে ফিরে পাবার সমস্ত আশা বিসর্জন দিয়ে ,
তোর মা হয়েছিলাম, শুধু এতটুকু স্বান্তনা নিয়ে ৷

ঘুম যে আসেনা চোখের পাতায় ,
রাতের এই নিস্তব্ধ নিরবতায় ৷
হৃদয় ভেঙে যায় ,
ব্যথার তীব্র বেদনায় ৷

মামনি আমার, শুধু যে তোকেই দেখি
ঘুমের মাঝেও ,তোকে দেখব বলে
বিধাতার কাছে হাত তুলি ৷

বুকে জড়াতে পারিনি
যখন তুই পৃথিবীতে ছিলি ,
এই কষ্টটা বলনা মামনি
কী-করে আমি ভুলি !

তুই ভাল থাকবি মামনি ,
আমার ভালবাসায়
অম্লান হয়ে থাকবি সারাজীবন
আমারই হৃদয় আয়নায় ৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিল্টন মাহমুদ lekhate onek abeg dea lekha chilo tate kono sondeho nei,,,,chokhe pani aese jai,,,,shuvokamona "momotamoyi Ma" k,,,,
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১৮
ম নি র মো হা ম্ম দ আমি যে তোরই জন্য অপেক্ষা করছি ৷ তোকে দেখে আমার সমস্ত কষ্ট চলে যাবে , আসবি তো মামনি ! আমার কাছে ৷ , অসাধারণ।সময় পেলে আমায় পাতায় ঘুরে যাবার আমন্ত্রণ। ভোট রেখে গেলাম!
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১৮
আবদুল্লাহ আল মামুন বিষণ ভালো লাগেছে পড়ে। পছন্দ, ভোট ও শুভকামনা রহিল।
মামুনুর রশীদ ভূঁইয়া এতো ভালো লাগল যে পারলে দুইবার ভোট দিতাম। বেশ ভালো লাগল কবিতাটি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল কবি। সময় পেলে আমার গল্পটি পড়ে মন্তব্য করবেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে , পছন্দ ভোট ও শুভ কামনার জন্য ৷
মোঃ নুরেআলম সিদ্দিকী তুই ভাল থাকবি মামনি , আমার ভালবাসায় অম্লান হয়ে থাকবি সারাজীবন আমারই হৃদয় আয়নায় ৷ চমৎকার কবিতা....
ধন্যবাদ ,মন্তব্য করার জন্য ৷
মাইনুল ইসলাম আলিফ সন্তান অধরা হয়ে রইল। কবিতা তো বিশ লাইনের হতে হয়।জানা নেই বুঝি?শুভ কামনা, কবিতা ভাল হয়েছে।গল্প কবিতায় স্বাগতম।আমার পাতায় আমন্ত্রণ।
তথ্য দেবার জন্য ধন্যবাদ , আর পছন্দ করার জন্য ও

০৩ ডিসেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "মাতৃভাষা”
কবিতার বিষয় "মাতৃভাষা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৬