অনেক বেশি ভালবাসি

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০২১)

Jamal Uddin Ahmed
  • ৭৫
একটি কথা বলব বলে, প্রাণের কাছে ঋণী আমি –
যায়নি ছেড়ে একলা ফেলে।
লক্ষ বছর গড়িয়ে গেল কক্ষপথে
হাজার তারার কবর হল কৃষ্ণগুহায়,
দিব্যি আমি হাঁটছি পথে।

একটি গোলাপ দেব বলে, কালের কাছে আমার দেনা –
ফসিল সময় বুকের মধ্যে ধরে রাখি।
কোথায় আমি যাইনি বল তোমার পিছু:
জলে স্থলে অন্তরীক্ষে, পাতালসুদ্ধ?
ইথার-সিন্ধু সাঁতরে ফিরি খুঁজতে তোমার
নূপুরধ্বনি শূন্য বেলায়।

একটি বিকেল ঠায় দাঁড়ায়ে পাকুড়তলার বিশাল ছায়ায় –
তুমি সেথায় আসবে বলে।
শেওলামাখা প্রহরগুলো প্রত্নপ্রতীম পাথর হল
অন্ধকারের সিঁড়ির গোড়ায় নিভুনিভু
প্রহেলিকার প্রদীপগুলো।

একটি বকের ধবল ডানা আকাশ জুড়ে –
খুঁজছে তোমায়, ডাকছে সুখের আবাহনে।
ঝরছে পালক বিলের জলে
আধডোবা এক নায়ের খোলে।
শাপলাগুলো ঘুমের ঘোরে
স্বপ্নলোকের শালুক হয়ে।

একটি দুয়ার খোলা রাখি তোমার পথে –
বাঁক-হারানো সে পথ তোমার আজ অজানা।
বইয়ে রাখি জিভের ডগায়, ওষ্ঠাধরে
মৌ-চুয়ানো অযুত কথার ঝর্ণাধারা
নিযুত বর্ণ বাকহারা হয় একটি কথায়
‘অনেকে বেশি ভালবাসি তোমায় আমি।’
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর দারুনৱ
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০২১
অনেক ধন্যবাদ।
Sume ভীষণ ভীষণ ভীষণ ভালো লেগেছে। আশা করি যুগ যুগ ধরে আপনার লেখা বেঁচে থাকবে।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০২১
অনেক অনেক অনেক বেশি বলেছেন যার যোগ্য আমি নই। সাথে থাকবেন। আন্তরিক ধন্যবাদ।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০২১
ফয়জুল মহী ভীষণ মুগ্ধকর লিখনিশৈলী অনন্য সৃজন ছুঁয়ে গেল মন।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০২১
৩৩ জন পড়েছে, কেউ ভাল বলেনি। আপনি আমাকে অনেক ভালবাসেন বলে ভাল বলেছেন। অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০২১

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৬১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪