পড়ে কি মনে পাপড়ি গোনার দিন,
তোমার গোলাপ বন?
উতাল হাওয়া, পাতার শিহরণ?
একলা বেলার খরস্রোতা নদী –
চক্রাবর্তে তলিয়ে যাওয়া নাও?
চিলেকোঠার তন্দ্রাহত দুপুর –
টইটম্বুর আদম এবং হাওয়া?
নেশাবন্দী নতুন বইয়ের পাতা –
উল্টে দেখা পাল্টে দেখা,
হাজার পাঠে পাঠ হয়না শেষ।
দুর্বোধ্য মানচিত্রের ভাষা –
উপত্যকা, গিরিশৃঙ্গ,
ঝরণাধারা তৃণলতা ঘেরা:
এ যে বারে বারে হারিয়ে যাবার পথ!
যখন পুড়ি তোমার পিদিম শিখায়
তুমি পদ্মজলে চুবাও বারংবার;
ভেসে উঠি যত
তুমি ডোবাও তারও বেশি।