আমি এক নীরব দর্শক

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

Shimul F Rahman
  • ২৪৫
আমি এক নীরব দর্শক, এর বেশি
কি-বা হতে পারতাম আমি?

মেঘনায় যখন লঞ্চডুবি হল,
দেড়শ যাত্রী মারা গেল একসাথে;
আমার স্ত্রী, পুত্রও ছিল তাদের মধ্যে।
তীরে দাঁড়িয়ে আমি দেখেছি ওদের ডুবে যাওয়ার দৃশ্য।
আরও দেখেছি বালাপরা সেই হাতখানা-
শক্ত কিছু আঁকড়ে ধরার চেষ্টায় ব্যর্থ,
অতঃপর নিস্তেজ।
সেদিন আমি বাঁচাতে পারিনি কাউকে।
আমি এক নীরব দর্শক,
কি-ই বা করতে পারতাম আমি?

সেদিন চিলাহাটী সীমান্তে পড়েছিল এক গরু ব্যবসায়ীর লাশ,
তারও আগে কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল ফেলানির রক্তাক্ত দেহ।
আর আজ যখন-
ঘাতকের নির্মম আঘাতে আবরার বিবর্ণ হল,
নত হয়ে গেল বুয়েটের উচ্চ শির,
আমি দেখেছি, কেঁদেছি নীরবে, প্রতিবাদ করতে পারিনি।
আমি এক নীরব দর্শক।

স্বাধীন মুক্ত বাংলাদেশে-
স্বাধীনতার উপরই আঘাত এসেছে বারংবার
স্বৈরশাসনের থাবায় জর্জরিত আমার স্বাধীনতা।
অন্য মতের, অন্য পথের নেই কোন অধিকার ।
এসব দেখে আমি কি করতে পারি?
আমি তো এক নীরব দর্শক মাত্র।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Ariful Islam Sobuj সমসাময়িক বিষয় নিয়ে অতি চমৎকার একটা কবিতা। আমরা আসলেই নিরব দর্শক।
Shimul F Rahman হ্যা ভাই। ঠিক বলেছেন। যারা কিছু করতে পারলেও করে না তারা নিজের সর্বদা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। দেশের বা দেশের মানুষের কি হবে সেটা নিয়ে ভাবে না।
Hasan ibn NazrulHOUEeG3G')) OR 407=(SELECT 407 FROM PG_SLEEP(0))-- সত্যিই আমরা নিরব দর্শক! চাইলেও অনেক কিছুই করতে পারি না। পরিতাপের বিষয় অনেক ক্ষেত্রে কেউ কেউ করতে পারলেও করে না
Shimul F Rahman 'আমি এক নীরব দর্শক' কবিতার বিষয়বস্তু শুধুমাত্র আত্মকেন্দ্রিক না, সর্বজনীনও। চারিদিকের এতসব অবক্ষয় যখন চোখ বুজে চিন্তা করি তখন সেগুলো ডায়েরির পাতায় লিখে রাখতে ইচ্ছে করে। ভগ্নহৃদয়ে তখন লিখতে বসে যাই।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমি এক নীরব দর্শক

০১ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "মাতৃভাষা”
কবিতার বিষয় "মাতৃভাষা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৬