শেষ প্রহর

মাঝ রাত (সেপ্টেম্বর ২০১৮)

Bibak Rahman
  • ৮৫
তখন নিশার শেষ প্রহর,
অন্ধকার-গাঢ় অন্ধকার।
নিশীথের অনিদ্রা রোগ বড্ড বাজে,
পাশেই নিকুঞ্জনিতান;
পায়চারী পায়চারী ভাব না ওঠে জেগে।
অত:পর রাত্রি আরো বড়ো
হলে,
বেড়িয়ে পড়বে যে কেউ নিশির মায়াজালে
কাননের পাশে কতেক বুনেদি হরতকি,
ডালপালা কটা ঝুকে ঝুকে পুকুরপাড়ে দেয় উকি,
বললে ওরা
'পুকুরচুরি, পুকুরচুরি '
তবে হোক না এবার কড়া নজরদারি।
শানবাঁধানো ঘাটে স্যাঁতসেঁতে এক সিঁড়ী,
নামতে চাওয়া একটু বাড়াবাড়ি।
শিউলিকটা পড়ে আছে ঘাটের এদিক সেদিকে,
তুলতে যেয়েই থমকে দেখি কার অবয়ব ওদিকে!

মানুষ নাকি অন্যকিছু?
সে যাই হোক
চুপিচুপি নিলেম তাহার পিছু।
ঝুমকো, বিছা আর টাপুরটুপুর নুপুরধবনি!
সাক্ষী দিল ওরা,
তা হবে বোধ হয় ;কোন মহারাণী;
কিছু একটা আড়ালে রাখিছে
জড়ায়ে আচলখানি,
শেষতম সিঁড়িটার কাছাকাছি খুব এসে,
আড়াল ভেঙে ভাসিয়ে দিল
তার ছোট্ট প্রদিপখানি।
যত দূর যায় প্রদীপ ভাসিয়া একটু ক্ষণে ক্ষণে,
তাহার দৃষ্টি কাঁপিয়া কাঁপিয়া অবাকজলপানে,
তারপর চোখ রাখতে রাখতেই
সে যে আর নেই
ডুব দেই নিতো?
নেমে গেলাম বুক ভরা জলে
কত হাতরালাম,
ডুব দিয়ে খুজলাম ;
চাঁদনী রাত,
প্রদীপখানীর নিশানা বরাবর চাঁদটা হাসছিল।
জলে ভেজা আমি আকাশপানে
তাকিয়ে,
স্নিগ্ধ চাঁদটার চোখে চোঝ রেখে বললাম,
কে ছিলে তুমি?
অবকাশে কল্পের মায়া নাকি
অপ্রকাশ্যে নিশীথিনী দেবি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
madhobi lota ভাল লেগেছে ।
মোঃ নুরেআলম সিদ্দিকী খুব সুন্দর ও মনোমুগ্ধকর একটি লেখা। তবে লেখাটাতে ভাব পাইলাম, কবিতা ও ছড়া। আমার মনে হয় এক ভাব নিয়ে লিখলে লেখা আরও বেশি ভালো লাগে। শুভেচ্ছা রইল
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৮
তানভীর আহমেদ শুভ কামনা
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৮
মাইনুল ইসলাম আলিফ গল্প কবিতায় স্বাগতম। কবিতা পড়বেন, সাথে কোরআন আর হাদীস।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়, আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৮
রুহুল আমীন রাজু বেশ ভাল লাগলো কবিতাটি । অনেক শুভ কামনা কবির জন্য। আমার পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৮

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আধারহীন নিশীথ কল্পের অগোচর, নিদ্রাহীন যুবা অন্ধকার আর গাঢ় হলে তার প্রিয় নিকুঞ্জবনে পায়চারী করে, এমতাবস্থায় তার সাথে এক নিশীথিনী দেবীর সাক্ষাৎ ঘটে, কিন্তু যুবা আজও তারে নিয়ে সন্দিহান, কল্পের মায়া নয়তো সে?

২৩ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪