কালো মেঘ

কোমল (এপ্রিল ২০১৮)

মোঃ ফাহাদ আলী
জন্মান্তরের সোনালী আলো মুছে যায়
গুমোট গুহায় বর্ণীল মায়াময় শোভা
চোখে শুধু অমানিশা আঁধারের খেলা।
কীট হয়ে কুট কুট করে কাটে সময়
বাধাহীন অপার লীলায় বেদনা সিক্ত মায়াবতী।
দেখা হবে না আর তোমায়।

প্রেমহীন হৃদয়ের পাষাণ আবেগিয়োতায়
মুছে যাবে অনুকাব্যে লেখা প্রেমের কথা
আমি শিল্পী নই তবু যদি আঁকি কখনো
পলেস্তার খসে পড়া রুগ্ন ভগ্ন দেয়ালে
কালের রিনি ঝিনি পায়ের নুপুর,
সেখানে কি কখনো বাজবে সুর?
জড় মনে প্রীতি না থাকে, ভাষা না থাকে সুমধুর,
শকুন আমায় ছিঁড়ে খাবে,
আমি প্রতিশোধের আগুনে হিংস্র হবে জ্বলে উঠবো।

তখনো কি আমাকে দোষো হে বিশ্ব?
আমি তোমার অপেক্ষায়
আমার স্বপ্নের কালান্তর মুছে দিয়েছি নিজ হাতে।
কবর রচিত করছি ভোরের আলোয়
নিয়ে এসেছি বিদায়ের পয়গাম
লিখেছি তা আধামরা হলুদ পাতায়।

যে হৃদয়ে বসন্ত এসেও, আজ ঝরে গেছে সব ফুল,
সেই মুক্ত আকাশে কালো মেঘের গুড়গুড় গর্জনে
আমি করেছি চিৎকার।
আবাস ছেড়ে হয়ে উঠেছি বিপ্লবী, নীতিহীন তরুণ।
বিক্ষুব্ধ আজ, এঁটো হাতে নেমে পড়েছি যুদ্ধের মাঠে।
লাশের গন্ধে বাতাস ভারি,
ধ্বংসস্তূপে মৃতের আহাজারি,
কান্নার বিহ্বলে আমি অগ্নি দগ্ধ ক্ষুব্ধ পথিক।

সুজলা পৃথিবীর বুকে অনাদর পথিকের বেশে,
আমি উন্মাদ হয়ে চলছি,
তৃষ্ণায় কাতর নাবিক আমি গল্পের শেষ করুণ পাঠ।
মানবতার দর্শনে আমি খুজি না
সেই বিশ্বের সুখ শান্তি, নিছক কল্পনায়
মোহবিস্ট আবেগের বাঁধনে বেঁধে
আমাকে করেছে অত্যাচার।
আমি কালো মেঘ বিপ্লবী তরুণ,
ভাসি সকল মজলুমের চোখে,
আমি আসি মৃত্যু বিলাসী,
কালবৈশাখী যখন ডাকে।
আমিই কালো মেঘ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু হৃদয়ে বসন্ত এসেও যদি সব ফুল ঝরে যায়, তবে সেই হৃদয়ে দুঃখের কালো মেঘ কষ্ট দেয়। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী চমৎকার কিছু ভাব তুলে নিয়ে এসেছেন। ভালো লাগা নিশ্চয়ই.... শুভকামনা সবসময়
মামুনুর রশীদ ভূঁইয়া কবিতায় বিদ্রোহী ভাবটি কবিতাটিকে বৈচিত্র দিয়েছে। শব্দ চয়নে রয়েছে মুন্সিয়ানা। ভাব ছাপিয়ে আবেগ ছাপিয়েছে পাঠকের মনে। ভালো লাগল কবিতার শৈলী। পছন্দ, ভোট শুভকামনাসহ। আসবেন আমার কবিতার পাতায়।
ম নি র মো হা ম্ম দ সুজলা পৃথিবীর বুকে অনাদর পথিকের বেশে, আমি উন্মাদ হয়ে চলছি, তৃষ্ণায় কাতর নাবিক আমি গল্পের শেষ করুণ পাঠ। মানবতার দর্শনে আমি খুজি না সেই বিশ্বের সুখ শান্তি, নিছক কল্পনায় মোহবিস্ট আবেগের বাঁধনে বেঁধে আমাকে করেছে অত্যাচার। আমি কালো মেঘ বিপ্লবী তরুণ, এক কথায় অসধারণ।।ভোটো দিয়ে গেলাম।।আমন্ত্রণ জানিয়ে গেলাম। সময় পেলে আসবেন আমার কবিতার পাতায়।

১৮ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী