আমার প্রেয়সী নারী

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

sakil noman
  • ৩০
ও গো,আমার প্রেয়সী নারী,
ক্ষণিকের ভালবাসাতেও তোমায়--
ভুলিতে নাহি পারি।

টলমল দু' টি আখিঁতে তোমার কি যে দেখেছিলাম আমি,
শুষ্ক হৃদয়ে শ্রাবণ নেমেছে, সাক্ষী অন্তর্যামী।
বোবা হৃদয়ে ফুটেছে বুলি তোমার পানে চেয়ে,
ধরায় মাঝেও স্বর্গ আছে জানতাম বলো কি প্রিয়ে?

জানি উত্তর মিলবে না হায়!
আছি তব মৃত্যুর প্রতীক্ষায়,
চলে গিয়েছো জান্নাতে তুমি হয়তো বা মিছে নয়।দেখিয়াছো মোরে স্বর্গের ঐ পথ, হাটছি দু' পায়,
ও গো প্রেয়সী, তবুও ভুলিনি তোমায়।


নীল শাড়ী তুমি পড়েছিলে তাতে দু' ধারে সাদা পাড়,
শরতের আকাশে চেয়ে থাকি তাই শত শত হাজার বার।
কৃষ্ণ কেশের বেণীতে তুমি গুঁজেছিলে জবা ফুল,
প্রজাপতি আর মধুকর তাতে বসতে করে না ভুল।
করতোয়া আর বয়ে চলে না তুমি নেই আজ বলে,
পরকালে আমি পাবোই তোমায় স্বপ্ন রেখেছি তুলে---
তবুও যাইনি তোমায় ভুলে।
ওগো প্রেয়সী নারী,
তোমার বিদায়েও দেয়নি আমি স্বপ্ন দেখা ছাড়ি।

কথা ছিল তবে হলো কই দেখা নায়াগ্রা আর ট্রয়,
কর্কট ব্যাধি ক্যান্সারে তুমি মৃত্যুকে করেছো জয়।
না, তা তো মৃত্যু নয়!
মিনতিতে হে দয়াময়!
আমার প্রেয়সীর হৃদয়টির যেন স্বর্গেই হয় ঠাঁই হয়।

নতুন জীবনের সূচনা হবে স্বর্গে তোমার আমার,
এ ভেবে আমি ছেড়ে দিয়েছি সকল পাপাচার।
অন্ন দিয়েচি ভিক্ষিরীর মুখে, বসন বস্ত্রহীনে,
কাঁদিনি আমি তোমার বিদায়ে দুঃখ পাবে জেনে।
তোমার মতো থাকলে প্রেয়সী সবার জীবনে নারী,
ধরায় মুছতো দুঃখ- ক্লেশ, বেদনা অশ্রুবারি--
মানবতার গান গাইতো সবাই স্বার্থকে দিত আড়ি।

কিন্তু বলতো তুমি ভাই,
সম্ভব হয়েছে কি তাই?
প্যালেস্টাইনে বোম পড়ছে, রক্তপাত থামে নাই।

ঘষেটির ক্রোধে অকালে দিয়েছে নবাব সিরাজ প্রাণ,
নারীর সন্তানন হয়েও হিটলার চালিয়েছে কামান।
সতী নারী ছিল ঈসার জননী আর মাতা আমিনা,
তনয় তাঁদের বিশ্ব মানবের ভুলিয়েছে বেদনা।
মাদার তেরেসা নারী ছিল এক এই ধরার মাঝে,
পীড়িতদের মুখে ফুটিয়েছে হাসি কানে তা সততঃ বাজে।
আধাঁর এ বুকে আলো দিয়েছো তাই এতটুকু বলতে পারি,
মহীয়সী তুমি আমার জীবনে, আমার প্রেয়সী নারী-----
ও গো আমার প্রেয়সী নারী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ ভাল লেগেছে কবি।ভাল থাকুন।আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ মোখলেছুর রহমান 'মোরে' শব্দটি এখন কম চলে,ভাল হয়েছে,ধন্যবাদ।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবি বেশ ভালো লিখেছেন দেখা যাচ্ছে, চমৎকার লেগেছে। শুভেচ্ছা রইল।

১৭ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪