ভোম্বলের আছে এক রোগ কৃপণতা টাকায় টাকা আনে জানা আছে তার তা । খরচের ভয়ে যায় না সে ডাক্তারের কাছে বিল দেখে যদি মাথা ঘুরে উঠে ? জানাই আছে ডাক্তার দেখে বলবে শুধু `এই টেস্ট কর সেই টেস্ট কর ’ ডাক্তার দেখানো মানে হলো হাতীর খরচ । স্বামী স্ত্রী তারা দুজনেই কৃপণ বটে , ফ্রিতে কিছু পেলে আর কথা নেই, সবার আগে ছুটে । আত্মীয় স্বজনদের এড়িয়ে চলে সযত্নে, ওনাদের কৃপণতার কথা কে আর না জানে ।
ভোম্বলের ভায়ের অসুখের জন্য অনেক টাকার দরকার বলল সবাই বলল , ভাইকে ডাক্তার দেখাও এবার । ভোম্বল বলল," আমার কাছে টাকা কোথায় ?" আর ভায়ের চিকিৎসা করে লাভ কি ? জন্মিলে তো মরিতে হয় । এই পৃথিবীতে চিরদিন কেহ নাহি রবে , সবাই চলে যাবো কেউ আগে কেউ পরে ।”
দিন যত যায় বাড়ে ভোম্বলের গুপ্ত সম্পত্তি যতো আয় করে রাখে ট্যাঁকে গুঁজে খরচে ভীষণ আপত্তি ।।
একদিন স্কুলে খেলতে গিয়ে ছেলেটা তার পড়ে গিয়ে ফেলল ভেঙে হাতের হাড় । ভোম্বলের স্ত্রী বলল ,` তাড়াতাড়ি ছেলেকে হাসপাতালে চল নিয়ে ।’ বলল সে , ` ভাবছি আমি নিয়ে যাব দাতব্যচিকিৎসালয়ে ।’
শুনে স্ত্রী বলল অবাক হয়ে , `ধন্য তুমি এক বাপ।’ টাকার জন্য আর বাড়িও না পাপ ।’ টাকাপয়সা জীবনের জন্য প্রয়োজন টাকার মায়ায় করো না নষ্ট প্রিয়জনের মন । ’ ছেলের জন্য চিকিৎসার টাকা দিতে হবে মেনে নিল আনমনে, মনে মনে তার চিন্তা বাড়ে,এই টাকাগুলির ক্ষতিপূরণ হবে কত দিনে ?’’
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এলিজা রহমান
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এত ভাল পরামর্শের জন্য । আমি চাই আপনারা শুধু লেখার প্রশংসা নয় ভুল গুলোও ধরিয়ে দেবেন ৷ ভাল লাগবে ৷ শুভেচ্ছা রইল আপনার জন্য ভাই নাজমুল হসেন ৷
নাজমুল হুসাইন
লিখেছেন অসাধারণ।কিন্তু কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে স্টাইলটা একটু চেঞ্জ করলে খিচুড়িটা আরো জমতো।যেমন-একদিন স্কুলে খেলতে গিয়ে ছেলেটা তার ,পড়ে গিয়ে ভেঙে ফেলে কব্জির হাড়।ভোমবলের স্ত্রী দৌড়ে এসে কয়,ওগো তাড়াতাড়ি ছেলেকে যে হাসপাতালে নিতে হয়,গোঁফে হাত দিয়ে ভোম্বল কয়,মনে মনে খুজছি দাতব্য চিকিৎসালয়।আমার কাছে এমন মনে হল তাই কৃপণতা না করেই বলে ফেললাম,সমালোচনা ভাবলে কষ্ট পাবো।আমার পাতায় আসবেন।ধন্যবাদ।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
কৃপণতা করা যার স্বভাব , সে টাকা জমিয়ে সুখ পায় , দেয়ার মাঝে সে কোন আনন্দ খুঁজে পায় না । এমনকি, নিজের ছেলের অসুস্থতায়ও সে টাকা খরচ করতে চায় না ।অথচ বিনা পয়সায় কিছু পেতে তার
অসুবিধা হ্য় না।কাউকে কিছু দিতে বিশেষ করে টাকা পয়সা দিতে সে খুবই কষ্ট পায় । নিজের চিকিৎসার জন্জন্যেও টাকা খরচ করা অপ্রয়োজনীয় ভাবে।
১১ অক্টোবর - ২০১৭
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।