অামিন

পার্থিব (আগষ্ট ২০১৮)

এস জামান হুসাইন
  • ১৫
  • ৫৮
একদা এক ইমাম পড়াইতো নামাজ
শহরের কোন এক মসজিদে,
থাকতো খাইতো সভাপতির বাড়িতে ।

কহিলেন ইমাম জুম্মার খোতবায়,
" শুনহে মুসল্লি, শুনহে সবায়,
বেপর্দা হয়ে চলাফেরা করা হারাম,
পর্দা না মানার শাস্তি হল জাহান্নাম ।"

নামাজ শেষে কহিলেন সভাপতি,
"হে ইমাম, তোমার চাকরির নাই গতি ।
আমার বউ বেটি মার্কেটে যায়,
লুকিয়ে লুকিয়ে তুমি দেখো তায়,
মসজিদে এসব বলা কি শোভা পায়?"

ইমাম এবার চাকরি লইলেন অন্য মসজিদে,
থাকা খাওয়ার ব্যবস্থা সেক্রেটারির বাড়িতে ।

সুদের বিপক্ষে ওয়াজ করিলেন ইমাম,
"সুদ থেকে বেঁচে থাকো, সুদ খাওয়া হারাম ।"

এবার রাগিয়া কহিলেন সেক্রেটারি,
"শুনহে ইমাম, তোমার নাই আর চাকরি,
করি আমি সুদের কারবার,
এসব মসজিদে বলা কি দরকার? "

ইমাম এবার চাকরি লইলেন পাড়াগাঁয়,
ভাবিলেন, কহিব না কিছু আজ খোতবায়,
ইমাম পড়িল দোয়া দরুদ, পড়িল ইয়াছিন,
সাবেক ক্যাশিয়ার ইয়াছিন ছিল ইমামের কাছে অচিন ।

কহিল ক্যাশিয়ার," খাও তুমি আমার,
আমি বাবর, ক্যাশিয়ার এই জুম্মার,
দোয়া করিলা তুমি সাবেক ক্যাশিয়ারের,
সাথে নিলা তার বাপের নাম হাকিমের ।
আগামী জুম্মায় দোয়া করিবা বাবর নামে,
নইলে চাকরি তোমার পাঠাইব যমে ।

মনের দুঃখে ইমাম গালি দিলেন আরবিতে,
"আমিন, আমিন" বলিল বাবর মনের খুশিতে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত মজার লেখনীর মাধ্যমে বাস্তবের চিত্রায়ন । ভাল লাগল । শুভকামনা রইল ।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) সমাজ এখন নেই সেই সময়ে... মানবতা আজ ভুলুন্থিত।সবাই জেনে বুঝপাপ করছে অন্যায় করছে। অথচ মনে করছে কিছু হয়নি হবেনা। কেউ বললে তাকে হেনস্থা বরতমানে সব সময় দেখা জায়।কি চমৎকার বিষয় ভাই। মাসাল্লাহ ।
মাইনুল ইসলাম আলিফ মাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন জামান ভাই।শুভ কামনা রইল।আসবেন আমার পাতায়।ভোট রইল, সাথে আমন্ত্রণ।
মাসুম পান্থ লেখাটি পড়ে খুব মজা পেলাম । সত্য কথা কবিতার ভাষায়,
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখা পড়ে মজা পেলাম। তবে এতো সহজে ভালো বলবো না, ভালো করার জন্য আরও অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে। শুভকামনা রইল।
এস জামান হুসাইন ধন্যবাদান্তে অামন্ত্রন গ্রহন করলাম।
মোঃ মোখলেছুর রহমান জামান ভাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কবিতা। ভাল লাগল কবিতা। এ সংখ্যায় আমার ১টি গল্প ও ১টি কবিতা রয়েছে পড়ার আমন্ত্রন রইল।
ফড়িং . সমাজের বাস্তব অবস্থা।
এস জামান হুসাইন সহমত ও ধন্যবাদ জুনায়েদ বি রাহমান ও Tanvir Ahmed ভাইয়া।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ছদ্মবেশী ধার্মিক শ্রেণীর পার্থিব চরিত্রের চিত্র তুলে ধরা হয়েছে।

০৭ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ৭৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫